Ad Code

প্রথমবারের মতো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সেরা অবস্থানে ঢুকলেন বাংলাদেশের নাসুম আহমেদ!




প্রথমবারের মতো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সেরা ‘১০’ মধ্যে বাংলাদেশের স্পিনার নাসুম আহমেদ


বর্তমান সময়ের সিরিজ শেষে র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি । আর প্রথমবারের মতো সেরা অবস্থানের দশে ঢুকলেন বাংলাদেশের নাসুম আহমেদ । নাসুম আহমেদ অভিষেকের পর থেকেই দারুণ খেলে যাচ্ছেন।আর তিনি বাংলাদেশ টি-টোয়েন্টি দলে এখন নিয়মিত মুখ হয়ে গেছে নাসুম আহমেদ।






সাকিবের পাশাপাশি ধারাবাহিকভাবে ভালো খেলার সেরা পুরস্কার পেলেন এ বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।ঘরের মাঠে শেষ টি২০তে আফগানিস্তানের বিপক্ষে খেলেছে নাসুম আহমেদ। নাসুম আহমেদ দুই ম্যাচের সিরিজের বল হাতে ছিলেন দুর্দান্ত।





প্রথম টি২০ তে চার উইকেট নেন এ স্পিনার নাসুম আহমেদ। আর দ্বিতীয় ম্যাচে উইকেটবিহীন থাকলেও তাঁতেই প্রথমবারের মতো বোলারদের র‍্যাঙ্কিংয়ে দশে ঢুকলেন নাসুম আহমেদ। আজ আইসিসির র‍্যাঙ্কিংয়ে নিজের ক্যারিয়ারের সেরা ৬৩৭ রেটিং নিয়ে নাসুম ১০ এ ডুকেছেন।

এছাড়া সর্বশেষ প্রকাশিত বোলারদের র‍্যাঙ্কিংয়ে মুজিব এক ধাপ আফগানিস্তানের মুজিব পিছনে গেছেন। আর তেমন কোনো পরিবর্তন আসেনি ।




বর্তমানে সবার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার শামসি । আর ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে আসলেন আফগানিস্তানের ওপেনার হজরতউল্লাহ্‌ জাজাই। হজরতউল্লাহ জাজাই বাংলাদেশের সিরজের বিপক্ষে ২য় ম্যাচে ৫৯* রানের দুর্দান্ত ইনিংস খেলে ৬৩৩ রেটিং নিয়ে রোহিতকে পেছনে ফেলে ১৩তম স্থানে রয়েছেন আফগানিস্তানের এই ব্যাটার।


বাংলাদেশের ওপেনার নাঈম শেখ২৭-এ রয়েছেন। মাহমুদউল্লাহ রিয়াদ ৫১৬ রেটিং নিয়ে ৩৪তম স্থানে রয়েছেন।বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ৬০ রানের সুবাধে ২৬ ধাপ এগিয়ে আসলেন।আর এই ২৬ ধাপ এগিয়ে ক্যারিয়ারের ৪৯তম স্থানে অবস্থান করছেন তিনি।

Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu