৫৩দিনের ছুটি,যেসব ম্যাচে খেলা হবে না সাকিবের
সাকিব আল হাসান শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত থাকার কারনে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চেয়েছিলেন না তিনি। আর এজন্য সাকিব আল হাসান বিসিবির কাছে ছুটি চেয়েছিলেন। সাকিব আল হাসানের এই চাওয়া পূর্ণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে আগামীকাল থেকে ৫৩ দিনের ছুটি দিয়েছে বিসিবি।
তিনি এখন সবধরনের ক্রিকেট থেকে বিশ্রামে থাকবেন। সাকিব আল হাসান ক্রিকেটে পহেলা মে থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সবধরনের খেলায় ফিরবেন।
আজ বুধবার (৯ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি ও ক্রিকেট অপারেন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এ খবর দিয়েছেন। তিনি এই ৫৩ দিনের জন্য আন্তর্জাতিক সিরিযে শুধু মাত্র দক্ষিন আফ্রিকা সফর মিস করবেন। দক্ষিণ আফ্রিকায় বিপক্ষে বাংলাদেশ দুইটা টেস্ট ও তিনটা ওয়ানডে খেলবে। এই দুই ফরম্যাটে সাকিব আল হাসান কে দলে রেখে পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট টিম।
তবে এদিকে সামনের সিরিজ এ মে মাসে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা জাতীয় দল। এটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসেবে দুইটা টেস্ট খেলবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তবে সাকিবের যদি সবকিছু ঠিক থাকে তাহলে তাকে ওই আন্তর্জাতিক সিরিজে ফিরবেন।
সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ ১৫ মার্চ শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের । তিনি এই লিগ গুলা খেলতে পারবেন না।সাকিব আল হাসানের গতবারের মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন। কিন্তু এবার মোহামেডান সাকিব আল হাসানকে মিস করবে।
দক্ষিন আফ্রিকার সসর্বশেষ সিরিজ ২০১৭ সালে সফর করেছিলেন বাংলাদেশ ক্রিকেট দল।তখনও ওই সিরিজে সাকিব ছুটি নিয়ে ছিলেন।
এবারও বাংলাদেশ ক্রিকেট দলে তাকে অনেক মিস করবে।



0 Comments