ম্যাচ জয়ের মুস্তাফিজকে দিয়ে কেক কাটালেন রিশাভ প্যান্ট
আগে ব্যাট করতে নেমে পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্ন এনে দিয়েছিলেন উড়ন্ত শুরু। পুরো ম্যাচজুড়েই ওই দাপট ধরে রেখেছিলো দিল্লি ক্যাপিটালস। তাতে টেবিলের শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পেয়েছে বড় এক জয়ও। দলের জয়ের দিনে উইকেট না পেলেও কিপটে বোলিং করেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ৪৪ রানে জয় পেয়েছে দিল্লি।
এদিন দুর্দান্ত বোলিং করেছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারেই কলকাতাকে ভড়কে দেন মুস্তাফিজুর রহমান। প্রথম চার বল ডট দেওয়ার পর ওই ওভারে দেন মাত্র ২ রান। পুরো ইনিংসজুড়ে ওই ধাক্কা সামলে উঠতে পারেনি কলকাতা।
৪ ওভারে ২১ রান দিয়ে উইকেট শূন্য থাকেন মুস্তাফিজ।
আর এই বড় জয়ের সেলিব্রেশনে মাতালেন দিল্লি ক্যাপিটালসের সকল খেলোয়াড়।
দিল্লি ক্যাপিটাল ফেসবুক পেজ তাদের জয়ের সেলিব্রেশনে ছবি আপলোড দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান কে টানাটানি করে মিষ্টি ও কেক খাইয়ে দিচ্ছেন রিশাভ প্যান্ট।এতে বুঝাই যাচ্ছে মুস্তাফিজ দিল্লির সবার কাছে প্রিয় খেলোয়াড় হয়ে গেছে। আর মুহুর্তেই ছবি গুলো সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।

0 Comments