Ad Code

ক্রিকেটে কঠিন নতুন পাঁচ নিয়ম তৈরি করেছে এমসিসি

ক্রিকেটে নতুন পাঁচ নিয়ম তৈরি করেছে এমসিসি





ক্রিকেটে নতুন পাঁচ নিয়ম তৈরি করেছে এমসিসি। আইসিসির অনুমোদন পেলে ১ অক্টোবর থেকে কার্যকর হবে।


ক্রিকেটের নতুন ৫ নিয়মঃ




১) এত দিন পর্যন্ত ক্রিকেটের নিয়মের ৪১ নম্বর ধারায় ছিল মানকাড আউট। এ বার তাকে ৩৮ নম্বর ধারায় নিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে মানকাডিং আউটও রানআউট হিসাবেই বিবেচিত হবে।





২) এখন থেকে কোনও ব্যাটার ক্যাচ আউট হওয়ার আগে নন-স্ট্রাইকিং প্রান্তের ব্যাটার যদি স্ট্রাইকিং প্রান্তে চলেও আসেন তার পরেও নতুন ব্যাটার এসে ব্যাটিং প্রান্তে দাঁড়াবেন। শুধু মাত্র ওভারের শেষ বলে ক্যাচ আউট হলে ব্যাটারদের প্রান্ত বদল হবে।





৩) যদি বল করার মুহূর্তে কোনও ফিল্ডার অবৈধ ভাবে নড়াচড়া করেন তা হলে এত দিন তাকে ডেড বল ঘোষণা করা হত।

কিন্তু এ বার থেকে সে রকম হলে ব্যাটিং দলকে ৫ রান পেনাল্টি হিসাবে দেওয়া হবে।




৪) ওয়াইড দেওয়ার ক্ষেত্রে আম্পায়ারকে মাথায় রাখতে হবে ব্যাটার কতটা নড়াচড়া করেছে। ওয়াইডের দাগের বাইরে দিয়ে বল গেলেই ডাকে ওয়াইড দেওয়া যাবে না। সেই সময় ব্যাটার কোথায় ছিলেন তার উপর নির্ভর করবে সেটি ওয়াইড কি না।

৫) কোভিডের কারণে বলে থুথু লাগানোয় নিষেধাজ্ঞা জারি করেছিল আইসিসি। সেই নিয়মকে পাকাপাকি করার প্রস্তাব দিয়েছে এমসিসি। তার ফলে ফিল্ডাররা মুখের মধ্যে কোনও লজেন্স বা জেলিও রাখতে পারবেন না।

Post a Comment

0 Comments

Close Menu