Ad Code

নাসির সবখানেই জিততে চায়, কখনও হারার জন্য খেলবেনা তিনি আর

নাসির সবখানেই  জিততে  চায়, কখনও  হারার  জন্য  খেলবেনা তিনি  আর




নাসির হোসেন বাংলাদেশের ক্রিকেটের জন্য এক সময়ের সেরা অলরাউন্ডার ছিলেন । তার ব্যাটে বলে ছিল দুর্দান্ত যার এক সময় সমান দাপট দেখিয়ে চলিয়েছিলেন এই অলরাউন্ডার নাসির হোসেন।তিনি গত ৫ বছর থেকে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটের সাথে নেই তিনি। এখন তিনি ক্রিকেটের কারণে যতটা না আলোচনায় থাকেন তারচেয়েও বেশি ক্রিকেট মাঠের বাইরের কারণে থাকেন। তবে তিনি মাঠের বাইরের জীবনের ছিটে ফোঁটা প্রভাবও মাঠে পড়তে দেন না এই অলরাউন্ডার  নাসির হোসেন।


নাসির হোসেন বলেন, ‘আমি সবখানে জিততে চাই। যেহেতু আমি কখনই হারার জন্য খেলি না আমি একজন খেলোয়াড়, । ওইটা আমার ব্যক্তিগত জীবন, ওইটা মাঠের বাইরেই আছে। আর তাই এটা নিয়ে এখন আমি কথা বলতে চাচ্ছি না।ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হচ্ছে, আর আমি তাই প্রিমিয়ার লিগ নিয়েই কথা বলব।’





নাসির আরও বলেন, ‘অবশ্যই আমি নিজেকে ফিট মনে করছি, প্রিমিয়ার লিগ খেলার জন্য । আর আমি মানসিকভাবেও অবশ্যই ফিট আছি। আর এটা এমন একটা জায়গা ব্যাটিংয়ে নামলে মনে হয় না খেলোয়াদের মাথায় অন্য কোনো চিন্তাভাবনা আসে। আর এটা আমার ক্রিকেটীয় পেশাদার জীবন। মানসিকতা যে কথা বললেন আপনারা সেটাতো ব্যক্তিগত জীবনের একটা অংশ। মাঠের বাইরের ঘটনা আর মাঠের ভিতরের ঘটনা আমি কখনোই এক করি না। এখানে আসলেই ঐটা জিনিস ভুলে যাই, আর ওখানেই গেলে এই জিনিসটা একেবারেই ভুলে যাই।’

Post a Comment

0 Comments

Close Menu