আ’ত্মহ’ত্যা করতে চেয়েছিলেন সাকিব আইপিএলের জন্যে !
এইতো কদিন আগেই মানসিক বির্পযস্তের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চেয়েছিলেন সাকিব আল হাসান। বিসিবি সভাপতি সাকিব কে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছিল। কিন্তু সাকিব সেই সিদ্ধান্ত পাল্টিয়ে দক্ষিণ আফ্রিকায় সিরিজে থাকবেন বলে জানিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এ প্রসঙ্গেই নাজমুল আবেদিন ফাহিম এক যমুনা বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে সাকিবের আ’ত্মহ’ত্যার ভাবনাটি জানালেন।
নাজমুল আবেদিন ফাহিম সেই সাক্ষাৎকারে বলেন, ‘আইপিএল থেকে দেশে আসার পর সাকিবকে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হয়েছে। আর সেটার জন্য প্রস্তুত ছিল না সাকিব আল হাসান।সাকিব আল হাসান কে বলা হয়েছিল,তিনি দুদিন কঠোর কোয়ারেন্টাইনে থাকতে হবে হবে, তারপর তিনি নিজের জায়গায় চলে যেতে পারবে। তবে সাকিব আল হাসান কে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হয়েছিল।আর এটা ওর জন্য ছিলো প্রথম মানসিকতার ধাক্কা। আমি জানি, তখন সাকিব আল হাসানের সুই’সাই’ড চিন্তাভাবনার মধ্যে ছিল।’
সাকিব আল হাসান গত বছর আইপিএলে ১৪তম আসরের নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব আল হাসান। আর এবারের ১৫তম আসরের নিলামে দলও পাননি তিনি। তবে মনে করা হচ্ছে, বাংলাদেশের দুইটি সিরিজ থাকার কারনে আইপিএলে এ আসরের কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি। আর দল না পাওয়ায় ফাহিম মনে করছেন, বিষয়টি সাকিব আল হাসানকে আঘাত করেছে। ফাহিম মনে করেন এটা আমার ভাষ্যমতে, ‘এমনই হতেই পারে, সে নিজেকে অভাগা মনে করেছে ।সাকিবের জন্য সেটা একটা আঘাত হতে পারে।নাজমুল আবেদিন ফাহিম বলেন আপনি একজন আর্টিস্ট, যেখানে আপনার জায়গা পাওয়ার দরকার ছিল নিশ্চয়ই, আর তিনি নিশ্চিত ছিলেন যে দল পাবেন, তবে সেটা পাননি।’
নাজমুল আবেদিন ফাহিম আরও বলেন, ‘আর আপনি নিজেকে নিয়ে অনেক বেশিই চিন্তাভাবনা করা শুরু করে দিবেন। আর সেটা আপনাকে খারাপভাবে মানসিকতার আঘাত করবে, আর এটাই হতে পারে যেকোনো মানুষেরই।আর সাকিব আল হাসানের বিষয়েও এটাই হতে পারে।’
ভিডিওটি দেখুনঃ
https://youtu.be/W7B0-NA0Ex4
0 Comments