Ad Code

ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল বাংলাদেশ

বাংলাদেশের মেয়েরা ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল



আইসিসি নারী বিশ্বকাপ ২০২২ এ বাংলাদেশ দুই ম্যাচে বাজে খেলার পর আজ আবার পাকিস্তানের  সাথে দুর্দান্ত খেলেছে।বাংলাদেশ আজ নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রানের সংগ্রহ পেয়েছে। এই রানে বাংলাদেশের  ওয়ানডেতে মেয়েদের ক্রিকেটে  সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো।




বাংলাদেশ প্রথমে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করলেও দলীয় ৩৭ রানে মাথায় শামিমা সুলতানাকে হারায় বাংলাদেশ।শারমিন আক্তার এবং ফারজানা হক তবে এরপরই দলের হাল ধরেন তারা। শারমিন আক্তার দুর্দান্ত খেলে অল্পের জন্য ফিফটির দেখা না পেয়ে  ৪৪ রানে প্যাভিলিয়নে ফিরলেও ফারজানা একপ্রান্ত আগলে ধরে খেলতে থাকেন।




এরপর বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানার  সাথে দুর্দান্ত পার্টানারশিপ গড়ে তোলেন। তাদের দুজুনের মধ্যে ৯৬ রানের দুর্দান্ত জুটি গড়েন।  নিগার সুলতানা  ৪ রানের আক্ষেপ পুড়তে থাকেন। তিনি ৪৬ রান আউট হয়ে ফিরে যান। আর ফারজানা ৭১ রানে আউট হলে বাংলাদেশের রানের গতি অনেকটা কমে যায়।





এরপর বাংলাদেশের দলের হয়ে কেউ বেশিক্ষন বেশিক্ষণ টিকতে পারেনি। রিতু মনি ১১,  আর রুমানা আহমেদ ১৬ রান  করে কিছুটা দলের সংগ্রহ ২৩৪-এনে দেন। পাকিস্তানের হয়ে নাশরা সান্ধু ৪১ রানে ৩ উইকেট নেন ।




আর এদিকে পাকিস্তানের মেয়েদেরও জিততে হলে রেকর্ড গড়তে হবে। কেননা বিশ্বকাপে  পাকিস্তানরাও এখন পর্যন্ত এত বড় রান সংগ্রহ করতে পারনি। তবে তাদের সর্বোচ্চ ২১৭ রান সংগ্রহ ছিল সব শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে, যেখানে ২১৭ রান করেও হেরে যায় তারা পাকিস্তানের মেয়েরা।


সংক্ষিপ্ত স্কোরঃ ২৩৪/৭
শারমিন আক্তার ৫৫ বলে ৪৪ রান,
পিংকি ১১৫ বলে ৫ বাউন্ডারিতে ৭১ রান,
জ্যোতির ব্যাট থেকে আসে ৬৪ বলে ৪৬ রান,
রুমানা আহমেদ ১৬ রান,
রিতু মনি ১১ রান।


পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন নাশরা সান্ধু।


Post a Comment

0 Comments

Close Menu