এসময় পরিমণীর শরীরে ছিলো মুখোশ সিনেমার টি-শার্ট। সরকারির অনুমতিপ্রাপ্ত অনুদানপ্রাপ্ত ছবি ‘মুখোশ’। আগামিকাল শুক্রবার এটি সারা দেশে মুক্তি পাচ্ছে।
আর এই ছবির প্রচারণায় অংশ নিতেই মিরপুরে আসেন এই আলোচিত চিত্র নায়িকা পরিমনি ।
ইফতেখাররের শুভ পরিচালিত করেছেন সিনেমাটি। গ্যালারিতে কিছু সময় খেলা দেখার পর দেখেন এই চিত্র নায়িকা পরিমনি । এরপর পরিমনি প্রেসবক্সের ছাদে গিয়ে ফটোসেশন করেন। প্রেসবক্সেও হাজির হন আলোচিত নায়িকা পরিমনি। পরিমনি কথা বলেন গণমাধ্যমের সাথে।
২ই ম্যাচের টি-২০ সিরিজের আজ বিকেল ৩টায় শুরু হয়েছে প্রথম ম্যাচটি । হোম অব ক্রিকেটে আগে ব্যাট করা বাংলাদেশ ৮ উইকেটে ১৫৫ রান তুলেছে। ১৫৬ রানের টার্গেটে ব্যাট করছে সফরকারী আফগানিস্তান।
এদিকে বাংলাদেশে ৬১ হারিয়য়েছে আফগানিস্তান দল।

0 Comments