সফরকারী আফগানিস্তানের সাথে দারুণ জয় পেলে বাংলাদেশ।
দুই ম্যাচের টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টীম টাইগাররা জিতেছে ৬১ রানের বিশাল ব্যবধানে।
এই দাপুটে জয় এ সিরিজে এগিয়ে থাকল বাংলাদেশ।
টস জিতে বাটিংয়ের সিন্ধান্ত নেন বাংলাদেশ কাপ্তান মাহমুদউল্লাহ।
নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে টাইগাররা। দলের পক্ষে ৬০ রান করেন লিটন দাশ। খেলেন ৪৪ বল। ২ ছক্কা ও ৬ চারের মাধ্যমে তার এই ইনিংস সাজান।
এছাড়াও অভিষিক্ত মুনিম শাহরিয়ার ১৭ রান করেন ১৮ বল খেলে, আফিফ হোসাইন করেন ২৪ বলে ২৫ রান।
আফগানিস্তানের পক্ষে ২ টি করে উইকেট শিকার করেন আজমতউল্লাহ ওমরজাই ও ফজলহক ফারুকি।
আফগান জয়ের লক্ষ্য খেলেতে নেমে নাসুমের ভেল্কিতে চাপের মুখে পরেন সফরকারীরা।নাসুম প্রথম ৪উইকেট একাই নেন। তার পরে কেউ আর ঘুরে দারানে পারি নাই। শরিফুল ইসলাম ৩ উইকেট ও ২ টি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
শেষমেষ মাত্র ৯৪ রানে গুটিয়েভ্যায় আফগানিস্তানের দল টি। নাজিবুল্লাহর জাদরান করেন ২৭ রান ২৬ বলে। নবী ১৬ করেন ১৯ বল খেলে।
আফগানিস্তানে বিপক্ষে সিরিজের প্রথম টি২০ ম্যাচে জয়ের নায়কেরা....!!
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দা ম্যাচ লিটন দাস....
প্লেয়ার অফ দা ম্যাচ নাসুম আহমেদ....!!
সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ
বাংলাদেশ : ১৫৫/৮ (২০ ওভার)
লিটন ৬০, আফিফ ২৫, মুনিম ১৭
ফারুকি ২৭/২, ওমরজাই ২৭/২, রশিদ ১৫/১
আফগানিস্তান : ৯৪/১০ (১৭.৪ ওভার)
জাদরান ২৭, ওমরজাই ২০
নাসুম ১০/৪, শরিফুল ২৯/৩
ফল : বাংলাদেশ ৬১ রানে জয়ী।
0 Comments