নাসুম ৪ ওভারের শেষ ১০রান দিয়ে ৪ উইকেট নিজের দখলে নিয়েছেন।
নাসুমের স্পিন ভেলকিতে আফগানিস্তান চাপে পড়ে গেছে। বাংলাদেশের দেওয়া ১৫৬রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে আফগানিস্তান।প্রথম ওভারে উইকেটের আনন্দে মেতে উঠেন বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদ। পিছনে একটু সরে মারতে গিয়ে কাভারে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন রহমুন্নাল্লাহ গুরবাজ।
নাসুমের দ্বিতীয় ওভারে হজরতউল্লাহ জাজাইয়ের আগের ওভারেই জীবন পেয়েছেন জাজাই। কিন্তু এবার আর বাঁচেননি। বাঁহাতি স্পিনার দেখে সে স্লগ করতে চেয়েছিলেন তিনি, কিন্তু লং অফে ক্যাচ দিয়ে ফিরেছেন জাজাই আর রাসুলি একই ওভারে বোল্ড আউট হন নাসুমের বলে।
এরপর নাসুমের তৃতীয় ওভারের করা ২য় বলে করিম জান্নাত স্লগ করতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফিরে যান তিনি।
সাকিবের দ্বিতীয় ওভারের বলে মোহাম্মদ নবী ক্যাচ আউট হয়ে ফিরে যান ১৯বলে ১৭ রান করে।
আবার সাকিবের ৩য় ওভারেই ১ম বলে নাজিবুল্লাহর জর্দান ২৬ রান করে ক্যাচ দিয়ে আউট হয়ে যান
এর আগে তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানো রহমন্নাল্লাহ গুরবাজ এবার ফিরলেন কোনো রান না করেই। এই রিপোর্ট লেখা পর্যন্ত আফগানদের স্কোর ১২.৩ ওভার শেষে ৬ উইকেটে ৬৩ রান।

0 Comments