Ad Code

টি-২০তে মোহাম্মদ আশরাফুল ৫৯ বলে ১৬৭ রানের ইনিংস খেললেন

টি-২০তে মোহাম্মদ আশরাফুল  ৫৯ বলে ১৬৭ রানের ইনিংস খেললেন 


মুজিববর্ষ উপলক্ষে বিজয়ের সুবর্ণজয়ন্তী কাপে কুলাউড়া কুলাউরা ৪০ দলের অংশগ্রহণে ক্রীড়া আয়োজনে  বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সোনাপুর সমাজ কল্যাণ সংস্থা শিরোপা জিতলো ।



আর এই টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ৫৯ বলে ১৭৬ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। আশরাফুল ১৭৬ রান করেও দুই রানে হেরে চ্যাম্পিয়ন হতে পারেনি।



আর এই খেলাটি গতকাল নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালে ২ রানে আনবিটেন কুলাউড়াকে  হারায় সোনাপুর সমাজ কল্যাণ সংস্থা। এদিন আরেক সাবেক ক্রিকেটার আবুল হাসান রাজু খেলেছিলেন সমাজ কল্যানের হয়ে। তার দল আগে ব্যাটিং করেন।এদিন আবুল হাসান রাজু ৫২ বলে ১০৯ রান করেন আর এই সুবাদে তাদের ২০ ওভারে দাঁড়ায় ২৭২রান।


আর আশরাফুল রা এদিন জবাবে আনবিটেন কুলাউড়া ২০ ওভারে ৫ উইকেটে হারিয়ে ২৭০ রান করেন। মোহাম্মদ আশরাফুল ৫৯ বলে অপরাজিত ১৬৭ রান করেন। মাত্র ২রানে হেরে যায় আশরাফুলের দল আনবিটেন কুলাউড়া।

Post a Comment

0 Comments

Close Menu