গতকাল শুক্রবার চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে ২০২২ মুখোমুখি হয় পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার। এদিন ওই ম্যাচে ঘটে গেলো অনন্য ঘটনা।
২৭ তম ওভারের বল করতে আসেন পাকিস্তানের ওমাইমা সোহাইল আর সেই ওভারকে নিয়েই বিপত্তিটা উঠে আসে।তিনি এক ওভাররে ৭টা বল করেন আর আম্পায়ার কোনো ঠিক পাইনি। তাই ওভার টা ৭বলেই ওভার সমাপ্ত হয়।
দক্ষিণ আফ্রিকার ব্যাটাসম্যান লরা উলভার্ড, ওমাইয়া সোহাইলের প্রথম বলে কোনো রান নিতে পারেননি।আর ওমাইয়া সোহাইলের দ্বিতীয় বলে ফাইন লেগ দিয়ে চার মারেন লরা উলভার্ড। ওমাইয়া সোহাইলের ৩নাম্বার বলে কোনো রান নিতে পারিনাই। আর চতুর্থ বলে আবার ২টি রান নেন দক্ষিন আফ্রিকা ব্যাটসম্যান।
আর ৫ম বল করে ১রান দেন ওমাইয়া সোহাইল বলে। তিনি স্ট্রাইকে আসেন দক্ষিন আফ্রিকার সানে লাস। ৬ষ্ঠ তম বলে তিনি সুইপ খেলতে গিয়ে মিস করেন স্টাম্পের।তবে সেই বলটা স্ট্যাম্পে সোজা বরাবর ছিল। পাকিস্তানের খেলোয়াড়দের এলবিডব্লিউর সাড়া দেন আম্পায়ার।
আম্পায়ার আউট দিলেও পরে রিভিউ নেন দক্ষিন আফ্রিকা ব্যাটসম্যান সানে লাস। আর সানে লাস রিভিউ তে বেচে যান।আর তখন ওমাইয়া সোহাইলের ওভার টাও কিন্তু শেষ হওয়ার কথা ছিলো।
এরপর ওমাইমা সোহাইলকে দিয়ে আরো একটি বল করিয়ে নেন আম্পায়ার। ওমাইয়া সোহাইলের ৭ম বলে সানে লাস লং অনে বল পাঠিয়ে দিয়ে ১টি রান নেন দক্ষিন আফ্রিকা ব্যাটসম্যান।
আর এটাই হয়ে যায় ওয়ানডে বিশ্বকাপের সমালোচনার ওভার।৭বল করে এখন ক্রিকেট পাড়ায় সমালোচনার ঝড় ভয়ে যাচ্ছে।


0 Comments