এ বি সি খবরে আড্যাম গিলক্রিস্ট বলেছেন, ‘আমি শেন ওয়ার্নের সাথে কথা বলেছিলাম এক সপ্তাহ আগে । আমি তার কাছ থেকে একটি সুন্দর টেক্সট পেয়েছিলাম। সেটি সম্ভবত ছিলো, শের্ন ওয়ার্ন মারা যাওয়ার ৮ ঘণ্টা আগে টেক্সটটি আমাকে দিয়েছিল।আমার কাছে অল্প কয়েকজনের মধ্যে তিনি আমাকে সবসময়ই চার্চ বলে ডাকত।’
কিংবদন্তি উইকেটকিপার রডনি মার্শ এর শেন ওয়ার্নের মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা আগে অস্ট্রেলিয়া হারায় তাদের।
আর রডনি মার্শ এর আদর্শ মেনেই বড় হয়েছেন আড্যাম গিলক্রিস্ট। ৫০ বছর বয়সী সাবেক ক্রিকেটার নিজের আইডলকে হারিয়ে সেদিন শ্রদ্ধাঞ্জলি জানান । রডনি মার্শকে শ্রদ্ধা জানিয়ে দেওয়া গিলক্রিস্টের বক্তব্য ছুঁয়ে গিয়েছিল শেন ওয়ার্নের হৃদয়ও।
আর সেই প্রসঙ্গেই একটি মেসেজ গিলক্রিস্টকে দেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার শীর্ষ টেস্ট উইকেটকিপার বলেছেন, “সে (ওয়ার্ন) আমাকে মেসেজ করে বলেছিল, ‘চার্চ, রড মার্শকে অপূর্ব রেস্পেক্ট দিয়েছি।’ তাকে (রডনি মার্শ) নিয়ে কথা বলতে পেরে আমি সম্মানিত ছিলাম। শেন ওয়ার্নি আমাকে একটা ছোট্ট মেসেজ করেছিল এবং বলেছিল, ‘ভালো বলেছ, স্যার।’ যেটা ছিল শেষ যোগাযোগ। এই এই টেক্সট মেসেজ আমি কখনো ডিলিট করবে না।’

0 Comments