Ad Code

শুরুতেই বিপর্যয়ে কাটিয়ে সম্মানজনক বেশ ভালো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ দল


শুরুতেই বিপর্যয়ে কাটিয়ে সম্মানজনক বেশ ভালো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ দল। এদিকে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে সংগ্রহ করেছে ১৫৫ রান। লিটন দাসের দারুণ এক ফিফটিতে আফগানিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম । জিততে হলে আফগানদের এখন করতে হবে ১৫৬ রান।

এদিকে শুরুতেই এলবিডব্লুর ফাঁদে পড়ে আউট হয়ে যান নাইম শেখ ৭ বলে ৪রান করে ফিরে যান।তারপর লিটন এসে ভালো দারুন ব্যাটিংয়ে মুগ্ধতা ছড়িয়ে দিতে থাকেন। অপর প্রান্তে মুনিম শাহরিয়ার অভিষেক ম্যাচে শুরুতে এটাকিং খেলতে থাকে তার ইনিংস থামে ১৭রান ১৮বলে রশিদ খানের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে আউট হয়ে যান। 

এরপর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এসে ৬বলে ৫রান করে লেগ বিফোরের ফাঁদে পড়ে ক্যাচ আউট হয়ে ফিরে যান।তারপর মাহমুদউল্লাহ এসে ওভার বাউন্ডারি হাকানোর পর ক্রিজে বেশিক্ষন থাকতে পারে নাই ৭বলে ১০রান করে ফিরে যান।

এরপর আফিফ আর লিটন দাস ৪৮রানে পার্টনারশিপ গড়ে তোলেন। লিটন ১৭.২  ওভারের আউট হয়ে যান এরপর পরই আফিফ আউট হয়ে যান আজমততুল্লাহ বলে যথাক্রমে দুজন রান করেন ৬০রান আর ২৫রান। 

এরপর মাহাদি আর রাব্বি ৮ ও ৯ রান করে আউট হয়ে যান। 
শেষ বলে শরিফুলের বাউন্ডারিতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৫রান।
আফগানদের জিততে হলে রান করতে হবে ১৫৬ রান

Post a Comment

0 Comments

Close Menu