শেষ ওভারে এসেছে ১১ রান। শেষ ৫ ওভারে উঠেছে ৪৫ রান। এ সময় রানটা আরও বাড়তে পারত।
লিটন দাস ৬০ রান করেন ৪৪ বলে ২ ছক্কা ও ৪ চারে। ওয়ানডে সিরিজের ফর্মটা টি–টোয়েন্টিতেও টেনে এনেছেন এই ব্যাটসম্যান। শেষ দিকে ২৫ রান ২৪ বলে করেন আফিফ হোসেন। ষষ্ঠ উইকেটে দুজনের ৪৬ রানের জুটি গতির সঞ্চার করেছে বাংলাদেশের ইনিংসে।
আন্তর্জাতিক অভিষেক ১৮ রান করে আউট হন ওপেনার মুনিম শাহরিয়ার। তাঁর ব্যাটিংয়ে প্রতিশ্রুতির আভাস মিলেছে। মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান এবং অধিনায়ক মাহমুদউল্লাহ হতাশ করেছেন।
আফগানিস্তানের হয়ে ২৭ রানে ২ উইকেট নেন পেসার ফজলহক ফারুকি। ৩১ রানে ২ উইকেট আজমতউল্লাহ ওমরজাইয়ের।
টি–টোয়েন্টিতে দ্বিতীয় ইনিংসে ন্যুনতম ১৫৫ রান কিংবা তার বেশি স্কোর এর আগে ৮বার করতে পেরেছে আফগানিস্তান।
0 Comments