Ad Code

৫ কোটি টাকা হলেই টিভি চ্যানেল স্বত্ব নিতে পারবে ডিপিএলের

ডিপিএল টেলিভিশনে সম্প্রচারে বিসিবির চাওয়া ‘৫’ কোটি টাকা



বাংলাদেশে আগামী ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট হবে ওয়ানডে ফর্মেটের ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার লিগে ২০২১-২২ এর মৌসুমের বেশ কিছু ম্যাচ টিভি পর্দায় সরাসরি দেখা যেতে পারে।

BCC President Nazmul Hasan Papon


ঢাকা প্রিমিয়ার লিগে প্রত্যেকটা দিন একই সময়ের মধ্যে এক বা একাধিক ম্যাচ মাঠে গড়ায় টুনামেন্ট। তাই ডিপিএলের সব ম্যাচ তাই সম্প্রচার করা সম্ভব হবে না। তবে এদিকে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে যে ম্যাচ গুলো হবে সেই ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করতে চায়। বাংলাদেশের অল্পদিনের সাড়া পাওয়া দুই টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস ও জিটিভি।



এদিকে প্রত্যেক রাউন্ডে দুটি করে ম্যাচ হবে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে।তাই ইতোমধ্যে ১ম দুই রাউন্ডের যে সূচি প্রকাশ হয়েছে, আর তাতেই মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে হবে চারটি ম্যাচ।


ক্রিড়া সংস্থা বেসরকারি চ্যানেল টি স্পোর্টস ও জিটিভি মিরপুরের ম্যাচগুলো সরাসরি টেলিভিশনের দেখানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে তারা। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও কোনো আনুষ্ঠানিকতার ঘোষণা দেয়নি।



তবে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র থেকে জানিয়েছে যে, টিভিতে খেলা দেখানোর জন্য স্বত্ব পেতে ১টি চ্যানেলকে খরচ করতে হবে ৫ কোটি টাকা মতো।আর যদি দেড় কোটি টাকা খরচ করে তাহলে মিলবে অনলাইনের সম্প্রচারের স্বত্ব। আর সেই ক্ষেত্রে ইউটিউবে ও ফেসবুকে খেলা সরাসরি সম্প্রচার করা যাবে।



আর এখন পর্যন্ত কোনো টিভি চ্যানেল টিভি স্বত্ব নেয়নি।আর টিভি চ্যানেল টিভি স্বত্ব কেউ নেবে কি না তা নিয়ে একটু সংশয় রয়েছে সব চ্যানেল।তবে দর্শকদের জন্য দারুণ সুখবর আছে যে টিভি চ্যানেল স্বত্ব না নিলে দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট অন্তত অনলাইনে দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরা।



প্রসঙ্গত, আগামী ১৫ মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।
আর শেষ হবে ২৮ এপ্রিলে।


Post a Comment

0 Comments

Close Menu