মোস্তাফিজের বড় ভক্ত হয়ে প্রশাংসায় ভাসাচ্ছেন বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড
বাংলাদেশের ক্রিকেট দলের নিঃসন্দেহে এই মুহূর্তে দলের সেরা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান বিগত দুই বছর ধরে তিনি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট খেলছেন না। বর্তমানে মুস্তাফিজুর রহমান নিজে থেকেই লাল বল ক্রিকেট থেকে দূরে রয়েছেন।
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নতুন ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এটি কোন মতেই মানতে পারছেন না।জাতীয় দলের নতুন ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তীর মতে এখনো মুস্তাফিজুর রহমানের টেস্ট ক্রিকেটে অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে।বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নতুন ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ড তার দেওয়া ক্রিকবাজকে সাক্ষাৎকারে ডোনাল্ড বলেন যে,
“এটা সত্যিই খুবই দুঃখজনক মোস্তাফিজ টেস্ট ক্রিকেট খেলছে না…। তিনি বলেন আমার মতে তার পাওয়ার অনেক কিছু ছিল দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে । আমাদের বাংলাদেশের দলে শরিফুল, তাসকিন ও ইবাদত রয়েছে এরা অনেক কিছুই অর্জন করতে পারবে এই কন্ডিশনে। কিন্তু মোস্তাফিজ টেস্ট খেলছে না এটা আসলেই হতাশাজনক। আমি আবারো বলছি, মুস্তাফিজের মতো একজন পেসারের টেস্ট না খেলা দুঃখজনক সত্যিই ।”
মোস্তাফিজের টেস্ট অভিষেক হয় ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।মাত্র ২৬ বছর বয়সী এই মুস্তাফিজুর রহমান মাত্র তিনি ১৪টা টেস্ট খেলেছেন। করোনার বায়ো বাবলের কারণে মুস্তাফিজুর রহমান নির্বাচকদের টেস্ট দলে বিবেচনা করতে মানা করে দিয়েছেন। এই মুস্তাফিজুর রহমান তিনি বিভিন্ন কারণে টেস্ট দলে খেলতে চাইতেন না। আর বিশেষ তো ইনজুরির কারনেই টেস্ট খেলা হয়না ক্রিকেটারদের।
বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে দলের বোলিং কোচ আল্যান ডোনাল্ড মোস্তাফিজকে টেস্ট দলে দেখতে চাইলেও মুস্তাফিজুর রহমান এর ব্যক্তিগত ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছেন, “এখনকার খেলোয়াড় তাদের নিজেদের ব্যক্তিগত কাজগগুলো খুব বেশি প্রাধান্য দেয়। তারা যেকোনো মুহুর্তেই একটি ফরম্যাট চাইলেই বাদ দিয়ে দিতে পারেন। কারণ তারা বিভিন্ন টি-টোয়েন্টির টুর্নামেন্টের লিগ গুলা খেলে থাকেন।আর সেখানে অংশগ্রহণ করলে খেলার পাশাপাশি বিপুল আর্থিক অর্থ পেয়ে যায়।”
0 Comments