মুস্তাফিজদের টিম বাসে হামলা ভয়ে আছে সবাই।
১৫ তম আসরের আইপিএল-২০২২ শুরুর বাকি আর মাত্র ১০ দিন। আর এরই মধ্যে টুর্নামেন্টের জন্য এক নিরাপত্তা ইস্যু নিয়ে বড়সড় এক প্রশ্ন উঠে গেলো। মুম্বাইয়ে মুস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালসের টিম বাস হা’মলার শি’কার হয়েছে।
এই ঘটনায় মুম্বাইয়ের থানায় (এফ আই আর) দায়ের করা হয়েছে । এমন খবর গণমাধ্যম জানিয়েছেন ভারতীয় ইন্ডিয়া টুডে।আইপিএলের এবারের ১৫ আসর শুরু হবে ১০দিন পর ২৬ মার্চ। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ২৭ মার্চ।
আর এই ম্যাচকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালস দল অনুশীলনের জন্য এখন মুম্বাইয়ে অবস্থা করছে।সেখানে ১৬ মার্চে মঙ্গলবার রাতে রাস্তার দিল্লির টিম বাসটি ধারে রাখা ছিল । আর সেখানেই ভাঙচুরের চেষ্টাও করা হয় অজ্ঞাত পরিচয় ৫-৬ জন হামলা চালায় টিম বাসটি।
ভাঙচুরের চেষ্টা যারা করেছেন তাদের পরিচয় অজানা হলেও তারা সকলেই একটি বাস কোম্পানির রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) পরিবহন শাখার সদস্য বলে জানা গিয়েছে।
দিল্লি ক্যাপিটালের টিম বাসটি আনা হয়েছে উত্তরপ্রদেশ থেকে।
এই নিয়েই নাকি ক্ষোভ হয়েছে হা*মলা*কারীদের। (এমএনএস)কর্মীদের প্রশ্ন ছিলো,তাদের বাস না নেয়ার স্থানীয় কোনও পরিবহন সংস্থার থেকে কেন বাস নেওয়া হয়নি?
ভিডিওটি দেখুনঃhttps://youtu.be/_Bwl_7Trdog
আর এই ঘটনায় জেরে অজ্ঞাত পরিচয় ৫/৬ জন ব্যক্তির বিরুদ্ধে আইপিসি-র ১৪৩, ১৪৭, ১৪৯ এবং ৪২৭ ধারায় এফআইআর দায়ের করেছে মুম্বাইয়ের থানার পুলিশ। পরে তারা তিনজনকে এমএনএস কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদের করা হচ্ছে বলে জানিয়েছেন মুম্বাইয়ে পুলিশ।

0 Comments