বাংলাদেশ-আয়ারল্যান্ডের সিরিজের জন্য বাড়ছে সুপার লিগের সময়সীমা
২০২০ সাল করোনাকালীন বছর! বাংলাদেশের ২০২০ সালের মে মাসে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল ।আর সুচিতে ছিল ৩টি ওয়ানডে ও ৪টি টি-২০ খেলবে দুটি দল।এদিকে করোনা মহামারীর কারণে সিরিজটি স্থগিত করা হয়েছিলো।এর কারণে আর মাঠে গড়ায়নি দল দুটি।
এদিকে বিশ্বে করোনা মহামারী পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর দুই বোর্ড মিলে চিন্তাভাবনা নিয়েছিল সিরিজটি হবে চলিত বছর। অর্থ্যাৎ মে মাসে ২০২২ সালে।কথা ছিলো সিরিজের টি২০ না খেলে শুধু আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচগুলো মাঠে গড়ানো হবে।
তবে আয়ারল্যান্ড সেই কথাও আর রাখে নাই! গত ১ মার্চ ২০২২ সালে আন্তর্জাতিক সূচি প্রকাশ করে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের গ্রীষ্মকালীন। ব্যস্ত এই সূচিতে বাংলাদেশের সাথে কোন সুচি রাখে নাই আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড ।
আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড সিরিজটি অনুষ্ঠিত হবে ২০২৩ সালের গ্রীষ্মকালে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ২০২০ সালের মে মাসে না হওয়া সিরিজটি। তবে এদিকে তারা জানিয়েছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ দুই সিরিজই খেলবে। তবে এখানে প্রশ্ন ছিল খেলাগুলো কি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হবে কিনা?
কিন্তু বাংলাদেশ-আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ পিছিয়ে যাওয়ায় কারণে ৩০ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও আইসিসি ওয়ানডে সুপার লিগের সময়সীমা ১৫ মে পর্যন্ত থাকবে। এমন খবর প্রকাশ করেছে ক্রিকেট সংবাদমাধ্যম বিষয়ক গণমাধ্যম ক্রিকবাজ।
উল্লেখ্যযোগ্য, এদিকে ২০২০সালের জুলাইয়ে মাসে শুরু হওয়া আইসিসি ওডিআই সুপার লিগের সময়সীমা ছিল ২০২৩ সালের মার্চ পর্যন্ত। আর আগামী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ গুলো ভারতসহ ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ ৮টি দল সরাসরি অংশ নেবে ২০২৩ বিশ্বকাপে।

0 Comments