মোশাররফ হোসেন রুবেলের সর্বশেষ অবস্থা জানালেন তার স্ত্রী চৈতী
তিনি বর্তমানে মোশাররফ হোসেন রুবেল একটি ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিউতেই ভর্তি আছেন। আজ (১৭ মার্চ) বুধবার দুপুরের খবরে জানান, তার স্ত্রী চৈতী সংবাদ মাধ্যমে জানান, মোশাররফ হোসেন রুবেল আজ একটু ভালো বোধ করছেন।
মোশাররফ হোসেন রুবেলের স্ত্রীর চৈতি আরও বলেন, ‘তিনি গতকাল ১৬মার্চে মঙ্গলবার কথা বলতে পারেনি রুবেল। আজ আল্লাহর রহমতে একটু-আধটু কথা বলেছেন এবং কথার সাড়াও আগের চেয়ে ভালো করে দিচ্ছেন।তাকে নাকে নল দিয়ে তরল খাবার গ্রহণ করেছেন মুখে না পারলেও ।’
স্ককার হাস্পাতালের কর্তব্যরত চিকিৎসকের কথা নিয়ে তিনি বলেন, ‘কর্তব্যরত ডাক্তাররা আশা করছেন, মোশাররফ হোসেন রুবেল আগামীকাল আরও একটু সুস্থ হবে এবং আগামীকাল না হলেও শুক্রবার নাগাদ মোশাররফ হোসেন রুবেলকে আইসিইউ থেকে কেবিনে নেওয়ার সম্ভাবনা রয়েছে।’
আরও পড়ুনঃমুস্তাফিজদের টিম বাসে হামলা
উল্লেখ্যযোগ্য, মোশাররফ হোসেন রুবেল ব্রেন টিউমারে আক্রান্ত। মোশাররফ হোসেন রুবেল সর্বশেষ গত ২৩ ফেব্রুয়ারি ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। আর দেশে ফেরার পর মুখে একদমই খাবার খেতে পারছিলেন না। আর তিনি না খাওয়ার জন্য অনেক বেশি দুর্বল হয়ে পড়েন। এমনকি তিনি আরও বেশি প্রচণ্ড পানিশূন্যতায় ভুগতে থাকেন। পাশাপাশি রুবেলের সোডিয়াম লেভেল অনেক বেশি বেড়ে যায়।

0 Comments