Ad Code

সাকিব আল হাসান কে নিয়ে পাপনের ক্ষোভ

 




দক্ষিন আফ্রিকা সফরের আগে বাংলাদেশ ক্রিকেট অঙ্গন উত্তাপ্ত হয়ে উঠেছে।
গত কাল সাকিব আল হাসান  দুবাই পারি জমানোর আগে বলে গেছেন যে "এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মত তার মানসিকতা ও শারিরীক অবন্থায় নেই।












অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসান এর খেলা নিয়ে অনিশ্চিত। বিসিবি সভাপতি এর আগে জানান সাকিব আল হাসান  এই সফরে খেলবেন। সাকিবের কালকের সাক্ষাৎকার সুত্র ধরেই আজ আবারও সংবাদ সম্মেলনে বসেছিলেন বিসিবি সভাপতি।










সাকিব আল হাসান কে রেখেই ওয়ানডে ও টেষ্ট দল ঘোষণা করেছে বিসিবি।  কিন্তু কালকের সাকিব সাক্ষাতকার এর পর দক্ষিন আফ্রিকা সফরে যাওয়া নিয়ে ঘোলাটে হয়েছে।


এদিকে বিসিবি সভাপতি বলছেন, এভাবে চললে তাঁরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন, যা পছন্দ হবে না ক্রিকেটারদের।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ তাঁর বাসভবনে এ নিয়ে সংবাদকর্মীদের বলেছেন, ‘এই টেস্ট খেলব, ওই টেস্ট খেলব না, তা তো হতে পারে না...ওর যদি খেলতেই ভালো না লাগে, তাহলে তো কিছু বলার নেই। যাদের আমরা এত ভালোবাসি, তাদের প্রতি এখনো নমনীয় আছি। কিন্তু ওদের পেশাদার হতে হবে। তা না হলে একটা সময় আসবে, যখন আমাদের মতো সিদ্ধান্ত নিতে হবে। তখন কারও তা পছন্দ হবে না।’

তিনি আরোও বলেন খেলা-না খেলার বিষয়ে কাউকে চাপাচাপি করতে রাজি নন পাপন। তবে না খেলার ব্যাপারগুলো যাতে আগেই জানিয়ে দেওয়া হয়, সেই চাওয়া বিসিবি সভাপতির, ‘আমি চাই সবাই খেলুক। আমাদের যারা সিনিয়র, সবাই খেলুক। খেলার সিদ্ধান্ত তাদের। কেউ না খেললে জোর করছি না। কিন্তু আগেই জানিয়ে দাও, যাতে আমরা পরিকল্পনা করতে পারি। সবাই অভিযোগ করছে। টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক, কোচ অভিযোগ করছে।

মানসিকভাবে বিপর্যস্ত হলে আইপিএল খেলতে চাচ্ছিল কেন? মানসিকভাবে বিপর্যস্ত থাকলে তো বলতো আমি আইপিএলও খেলব না! আমি বুঝতে পারছি না, মেলাতে পারছি না। ধরুন আইপিএলে ওকে নেওয়া হলো, তখন কি মানসিকভাবে বিপর্যস্ত বলতো? জিনিসটা আমার মাথায়ই ঢুকছে না।”


বিসিবি সভাপতির এ কথায় উপস্থিত সংবাদকর্মীদের পক্ষ থেকে পাল্টা প্রশ্ন করা হয়, অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ দিয়ে নতুন পরিকল্পনা করার সময়টা এসেছে কি?

বিসিবি সভাপতির জবাব, ‘সাকিব যদি কোনো সিরিজে না যায়, কেউ কিছু বলবে না। আপনারা কেউ কিছু বলবেন না। কিন্তু সাকিবকে যদি কোনো সিরিজ থেকে বাদ দিই, তখন কী হবে? তখন আপনারা বোর্ডের বিপক্ষে যে হুলুস্থুলটা বাধাবেন, চিন্তা করে দেখেন।’

গতকাল বিমানবন্দরে সাকিব বলে গেছেন, ‘এখন আমি যে মানসিক ও শারীরিক অবস্থায় আছি…তাতে এমন হতে পারে যে ওয়ানডেটা না খেলে টেস্ট সিরিজটা খেলতে পারি।’

সাকিবের এই কথার পরিপ্রেক্ষিতে বিসিবি সভাপতি আজ বলেছেন, ‘কে কোন সংস্করণে খেলবে, এটা কিন্তু খেলোয়াড়দের সিদ্ধান্ত নেওয়ার কথা নয়। বোর্ডেরও নয়, এটা কোচিং স্টাফ সিদ্ধান্ত নেয়।’

পাপন জানান, কাল এগারোটার দিকে জালাল ভাই (জালাল ইউনুস) জানালেন- ‘সাকিব ফোন করে বলল ও এয়ারপোর্টে, ও নাকি দুবাই যাচ্ছে। আমাকে বলল ও মেন্টালি ও ফিজিক্যালি ফিট না দক্ষিণ আফ্রিকা সফরের জন্য।’ এ সময় পাপন জানান, সাকিব ২ দিন সময় নিয়েছেন। 

গত রবিবার দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে হুট করে সাকিব জানান, আন্তর্জাতিক ক্রিকেট খেলার মত অবস্থায় তিনি নেই, তাই ক্রিকেট থেকে চান বিরতি। বিষয়টি তখনই সাকিব জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসকে।

Post a Comment

0 Comments

Close Menu