৫ টা মাস চলে গেল তবে আমার কেউ খোঁজ নেয়নি: সাইফুদ্দিBa
তিনি ২০২১ সালের টি২০ বিশ্বকাপে অক্টোবরে ইঞ্জুরি হওয়ার পর তার এখনও মাঠে নামা হয়নি এই অলরাউন্ডার সাইফউদ্দিনের।
এছাড়াও তিনি মূলত চোটের কারণেই বিপিএলেও সুযোগ পাইনি।তার একমাত্র এই ইঞ্জুরির কারনেই তাকে কোনো আগ্রহী দেখাচ্ছে না কেউ। তবে তিনি এখন ইঞ্জুরি কাটিয়ে বোলিংয়ে ফিরেছেন এই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
তিনি এই ৫ মাস দলের বাহিরে থাকায় একাই একাই মাঠে যুদ্ধ করে যাচ্ছেন সাইফ উদ্দিন। এই অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন অনেকটা আক্ষেপ নিয়ে জানালেন, গত ৫টা মাসে কোনো খেলোয়াড় বা তার দলের কেউ বা টিম ম্যানেজমেন্টের কেউ তার কোনো খোঁজ-খবর নেয়নি।
তিনি যে অনুশীলন করছেন সেখানে তার কোনো উপযুক্ত পিচ নেই। তাই তিনি উপযুক্ত উইকেটের অভাবে কংক্রিকেটের উইকেটে অনুশীলন করে যাচ্ছেন বলে জানান। তার এক প্রকার অভিযোগ করেন জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট তার সাথে কোনো যোগাযোগ রাখেনি কোনো খোজ খবর রাখার চেষ্টাও করেনি।
সে আরও বলেন তার সাথে যোগাযোগ না করার কোনো কারন দেখি না। আমি বিপিএলের সময় আমার ফিজিও আমাকে বলেছিলেন আমি ওই সময়টাতে ব্যাটিং করতে পারবো এতে কোনো সমেস্যা হবে না।
আর এখন আমি বোলিং ও করতে পারি কোনো সমেস্যা হচ্ছে না।
তাই তিনি এই অভিযোগ করে বলেন, সত্যি বলতে সবাই এখন ব্যাস্ত সিডিউল পার করছে। এখন অনেকেই বাংলাদেশ টাইগার্সে সময় দিচ্ছে, কেউ বা জাতীয় দলে সময় দিচ্ছে, কেউ আবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে সময় দিচ্ছে।
সে ঢাকায় না এসে ফেনীতে অনুশীলন করছে কারন জানালেন, আমি ফেনীতে নেট বোলার পাচ্ছি তাই এখানে ব্যাটিং টা জ্বালিয়ে নিতে পারতেছি। আর নিজে বোলিং হয়তো একা করতে পারতেছি কিন্তু মুলত ব্যাটিংয়ে কারনেই ফেনিতে আছি।
আর ঢাকায় গেলে তো বোলিং একা একা করতে পারবো কিন্তু ব্যাটিং করার জন্য নেট বোলার পাওয়াটাই তো মুশকিল হবে।কারন সবাইতো অনেক ব্যাস্ত সূচি পালন করছেন।




0 Comments