Ad Code

অবিশ্বাস্য ভাবে একাই ৬৭৩ বল খেলে রেকর্ড গড়ে বাঁচালেন দলকে || Akai 673 ball khele Record kore Bachalen Dol ke

অবিশ্বাস্য ভাবে একাই ৬৭৩ বল খেলে রেকর্ড গড়ে বাঁচালেন দলকে


একাই ৬৭৩ বল খেলে রেকর্ড গড়ে বাঁচালেন দলকে

একাই ৬৭৩ বল খেলে রেকর্ড গড়ে বাঁচালেন দলকে

টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ে আসলেন আর প্রথম ইনিংসে ব্যাটিং করে রীতিমতো ইতিহাস গড়ে দেখিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। প্রায় ৫০০ বলের ইনিংস খেলে দলকে তিনি নিয়েছিলেন শক্ত অবস্থানে। কিন্তু বাকি ব্যাটসম্যানরা ব্যর্থতায় ঠিকই পড়তে হয় চাপে তাদের, তবে শেষ দিনে দেখা দেয় বড় ব্যাবধানে হারের শঙ্কা। তবে এদিন আবারও নিজেকে দেয়াল গড়লেন সেই ক্রেইগ ব্রাথওয়েট।


ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ডের টেস্টে শেষ পর্যন্ত ড্র হয়েছে।ক্যারিবিয়ান অধিনায়ক ব্রাথওয়েটের ব্যাটিংয়ের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এদিন ম্যাচের শেষ দিনে ৬৫ ওভারে দরকার ছিলো ২৮২ রান ক্যারিবীয়দের।তারা জিতা পথে না হেঁটে ৬৫ ওভারে ৫ উইকেটে ১৩৫ রান ক্যারিবিয়ানরা।তবে এই ক্যারিবিয়ান অধিনায়ক ব্রাথওয়েট ম্যাচের প্রথম ইনিংসে ৪৮৯ বলে ১৬০ রানের পর আবার দ্বিতীয় ইনিংসে প্রায় চার ঘণ্টা ১৫মিনিট ব্যাট করে ১৮৪ বলে ৫৬ রান করেছেন।

Read Also সাকিবের দেশে ফেরা নিয়ে বিসিবির কঠিন দুঃসময়ে যত সব নাটক

ম্যারাথন দুই ইনিংস মিলে ৬৭৩ বলের এক ম্যাচ খেলে তিনিই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। আর চলতি শতাব্দীতে আর এক ম্যাচে ব্রাথওয়েটের এই ৬৭৩ বলের চেয়ে বেশি খেলতে পেরেছেন শুধুমাত্র কিউয়ের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। ২০০৩ সালে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর টেস্টে দুই ইনিংস মিলে করেছিলেন ৭১০টি ডেলিভারি।

১৯২৯ সালে এক ম্যাচে সবচেয়ে বেশি বল খেলার বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে এডিলেইড টেস্টে দুই ইনিংস মিলে ৯৭৭ তিনি বল মোকাবিলা করা ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার ওয়ালি হ্যামন্ডের। তবে এদিন একটি জায়গায় ঠিকই ওপরে উঠে গেছেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট। তিনি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এক টেস্টের হয়ে সবচেয়ে বেশি বল খেলা ব্যাটার এখন ক্রেগ ব্রাথওয়েট।


আরও পড়ুনঃ


এ রেকর্ড গড়ার দেড় যুগ আগের রেকর্ড ভেঙেছেন ব্রাথওয়েট কিংবদন্তি ব্রায়ান লারার ।এপ্রিলে ২০০৪ সালের ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বরেকর্ড ৪০০ রানের ইনিংস খেলার পথে ৫৮২ বল মোকাবিলা করেন ব্রায়ান লারা।


উল্লেখ্য,সেই রেকর্ড গড়া অ্যান্টিগায় সিরিজের প্রথম ম্যাচটিও ড্র হয়েছিল। ফলে গ্রেনাডার সেইন্ট জর্জ স্টেডিয়ামে শেষ ম্যাচের ওপরই তাকিয়ে থাকতে হচ্ছে দুই দলকে।

Post a Comment

0 Comments

Close Menu