Ad Code

কঠিন দুঃসময়ে সাকিবের দেশে ফেরা নিয়ে বিসিবির নাটক! || Kothin somoy shakib al Hasan k Niye jotosob Natok

সাকিবের দেশে ফেরা নিয়ে বিসিবির কঠিন দুঃসময়ে যত সব নাটক!


সাকিব আল হাসানের রীতিমতো দ্বিধায় পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে তার। একবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানালেন, সাকিবের তিন সন্তান অসুস্থ সন্তান, আর মা ও শাশুড়ির পাশে থাকতে দেশে ফিরছেন সাকিব সাকিব আল হাসান; আবার একটু পরই তারা জানালেন- না, এখনই তিনি দেশে ফিরছেন না! অন্যদিকে দক্ষিণ আফ্রিকা থেকে খালেদ মাহমুদ সুজন- তথ্য দেওয়ার ক্ষেত্রে এ দুজনের একটা নাটকের পরিস্থিতি তৈরি হলো । শেষ খবর পাওয়া আপাতত ফিরছেন না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।



এসময়কার কঠিন দুঃসময়ে দাঁড়িয়ে আছেন সাকিব আল হাসান। কারণ তার তিন সন্তান, মা আর শাশুড়ি ভর্তি হাসপাতালে। এমন অবস্থায় তার খেলা চালিয়ে যাওয়া সহজ নয়। আর সাকিব আল হাসান ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন।ক্রিকেট অপারেন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আজ রাতেই সাকিব আল হাসান দেশে ফেরার বিমানে উঠবেন। পরে আবার তিনিই জানান, সাকিব আল হাসান নাকি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন,এখন আবার জানিয়েছেন তিনি আপাতত দলের সঙ্গেই থেকে যাবেন!



আবার এদিকে দক্ষিণ আফ্রিকা থেকে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘সাকিবের একটা ইমারজেন্সি আছে ওর বাসায় অনেকেই অসুস্থ। সেজন্য হয়তো একটা দ্বিধা তো আছেই। ‌ঢাকায় তার ফ্যামিলির সঙ্গে একটু কথা হচ্ছে আসা-যাওয়ার ব্যাপারে। আমরাতো টিকিট প্রায় করেই ফেলেছিলাম ওর জন্য।আর ওর চলে যাওয়ার কথা ছিল।’‘পরে আবার সাকিব আল হাসান সিদ্ধান্ত নিয়েছে, ও যাবে না। তবে সাকিব চলে যাওয়ার ব্যাপারটি সত্যি ছিলো। বিসিবি থেকে হয়তো জালাল ভাই জানিয়ে দিয়েছিলেন সে চলে যাবে। তার কিছুক্ষণ পরেই আবার সাকিব ডিসাইড করেছে, ও যাচ্ছে না। এখন সাকিব যাচ্ছে না। খেলেই তারপর… আমরা এ ব্যাপারে চিন্তা করব।’



সাকিব আল হাসানের মা শিরিন আক্তার অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। সাকিবের ছেলে আইজাহ আল হাসান ও ছোট মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আছেন। এদিকে সাকিবের মায়ের সঙ্গে হাসপাতালে ভর্তি আছে তার সন্তানরাও ।আর সবমিলিয়ে পারিবারিকভাবে বেশ সংকটময় মুহূর্ত পার করছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ।




সাকিবের শ্বাশুড়ি আবার ক্যান্সারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। যদিও এখন পরিস্থিতিটা কিছুটাও হলে স্বাভাবিক বলে জানা গেছে। সাকিব আল হাসানের স্ত্রী-সন্তান বাংলাদেশে থাকেন না,তারা ছুটিতে ঘুরতে এসেছেন। বড় মেয়ে আলাইনা হাসান অব্রি অনেক বার ঢাকা আসলেও বাকি দুই সন্তান এবারই প্রথম বাংলাদেশে এসেছেন। সদ্য শেষ হওয়া বিপিএলের সময় ফ্রেব্রুয়ারিতে দেশে আসেন সাকিবের স্ত্রী-সন্তানরা।



আর সাকিবের এই সময় দেশে না ফেরার খবরেও এখন সংশয় মধ্যে আছে- তবে এটিই কি সাকিবের শেষ সিদ্ধান্ত, নাকি সাকিবের ফেরা নিয়ে নাটকের পরিস্থিতিটা বাকি রইল আরও?

Post a Comment

0 Comments

Close Menu