Ad Code

তাসকিন কে নিয়ে আইপিএলের খেলার কি সিদ্ধান্ত দিলেন জালাল ইউনুস? || ipl Taskin Ahmed Jalal Younus

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ এর ১৫তম আসরে বাংলাদেশের ক্রিকেট থেকে পাঁচ জনের নাম নিলামে থাকলেও দল পাননি চার ক্রিকেটার। নিলাম থেকে দল পেয়েছেন শুধু মুস্তাফিজুর রহমান। দল না পাওয়া ক্রিকেটারদের তালিকায় আছেন পেসার তাসকিন আহমেদ। তবে তার দল পাওয়ার সম্ভাবনা রয়েছে।



আইপিএল শুরু হতে বেশি দিন বাকি নাই। এরই মধ্যে আইপিএলের একটি দল তাসকিনকে নিতে চাচ্ছেন তাদের দলে। এবারের আইপিএল ২০২২ এর ১৫তম আসরের নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দলটির মেন্টর হিসেবে আছেন ভারতের সাবেক তারকা গৌতম গম্ভীর। রোববার সন্ধ্যায় ঢাকায় ফোন করেন তিনি।

ফোন দিয়ে গম্ভীর জানালেন তার দলে তাসকিনকে চান। সেটার তাও আবার পুরো মৌসুমের জন্য। যদি তাসকিন রাজি হয় তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগেই ভারতে যেতে হবে তাকে। তবে এই প্রস্তাব নিয়ে তাসকিন দল এবং বোর্ডের সঙ্গে আলোচনার জন্য কিছু সময় চেয়েছেন বলেই জানিয়েছে বাংলাদেশ দলের নির্ভরযোগ্য একটি সূত্র।

বাংলাদেশ দলের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন বাস্তবতা। চাইলেও আপনি কাউকে ধরে রাখতে পারবেন না। এর ফলে তাসকিনের ছুটি পাওয়ার সম্ভাবনা বেশি। তবে আজকের মধ্যে তাসকিনকে লক্ষ্ণৌ ফ্রাঞ্চাইজিকে তার সিদ্ধান্ত জানাতে হবে।

Read Also: অবিশ্বাস্য ভাবে একাই ৬৭৩ বল খেলে রেকর্ড গড়ে বাঁচালেন দলকে || Akai 673 ball khele Record kore Bachalen Dol ke

তাসকিন আহমেদ এর আগে কখনোই আইপিএলে খেলেননি, পাননি কোন দল। এবারে আইপিএল মেগা অকশনে নাম তালিকাভূক্ত করলেও নিলামে তার নামই ওঠেনি। তার ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ ভারতীয় রুপি।

প্রসঙ্গত, এবারের আইপিএল খেলা হচ্ছে না ইংলিশ গতি তারকা মার্ক উডের। ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি। যেকারণে মেগা অকশন থেকে সাড়ে ৭ কোটি রুপিতে কেনা উডের বিকল্প খুজছে দলটি মরিয়া হয়ে।

এবারের আইপিএলে নিলামে নিবন্ধনকৃত বাংলাদেশিদের মধ্যে দল পেয়েছেন কেবল মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল মাতাবেন মুস্তাফিজ। আইপিএলের নিয়মিত মুখ বনে যাওয়া সাকিব আল হাসানের নাম একাধিকবার উঠলে এবারে কোন দল আগ্রহ দেখায়নি।

জালাল ইউনুস আজ দুপুরে গণমাধ্যমে এসে প্রেস ব্রিফ্রিংয়ে বলেনঃ সাউথ আফ্রিকার আর শ্রীলঙ্কার সিরিজের জন্য তাকে আমরা রেখে দিছি। কারন এই দুইটা সিরিজ আমাদের খুব গুরুত্বপূর্ণ। আইপিএলে না খেলে তাসকিন কে বলিছি এই দুই সিরিজে মোনোযোগ দিতে। আমরা লৌক্ষন সুপার জায়েন্টস কে না করে দিয়েছি আমরা।


উল্লেখ্য, তাসকিন কে আইপিএলে অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ।

Post a Comment

0 Comments

Close Menu