দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা একটি ম্যাচ গোলাপি জার্সি পরে কেন খেলেন ?
বিভিন্ন প্রান্তে স্তন ক্যানসারের প্রতি সচেতনা বৃদ্ধি বাড়াতে বিভিন্ন রকম ক্যাম্পেইনের আয়োজন করা হয় সারা বিশ্বে। আর স্বেচ্ছাসেবী সংস্থা থেকে সারা বিশ্বের সামাজকর্মীরা সকলেই মিলে মিশে এই ধরনের তারা পদক্ষেপ করেন। কিন্তু ক্রিকেটের মাঠ, ড্রেসিং রুম থেকেও যে এই সচেতনা বাড়ানোর জন্য ক্যাম্পেইনের অংশ নেওয়া সম্ভব তা দেখিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট টিম ।
Read more : শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ উইকেটের জয় পেল ইংল্যান্ড ওম্যান্স | Woman World Cup 2022 Engw vs NZw
আর প্রতিবছরের ন্যায় এবছরও হবে এই গোলাপি জার্সিতে।আজ বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নামছে এই গোলাপি জার্সি পড়ে প্রোটিয়ারা। তারা গোলাপি জার্সি পরে মাঠে নামলে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা খুবই আনন্দ উপভোগ করেন।
তারা মূলত স্তন ক্যান্সারের প্রতি সচেতনতা বাড়াতেই এই প্রোটিয়া ক্রিকেটারেরা গোলাপি জার্সি পরেন । তবে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও দক্ষিন আফ্রিকার ক্রিকেটাররা গোলাপি জার্সি পরে মাঠে নেমেছেন এবিডি ভিলিয়ার্স -হাসিম আমলারা।
দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে প্রথম এই উদ্যোগ নেয় ।দক্ষিন আফ্রিকা এপর্যন্ত গোলাপি জার্সি পরে মাঠে নেমে একটি ম্যাচে পাকিস্তানের সাথে হেরেছে ।এটি হার ছিলো ২০১৯ সালে আর সেটিই ছিলো দক্ষিন আফ্রিকা প্রথম হার।
উল্লেখ্য,দক্ষিণ আফ্রিকার হয়ে এবি ডিভিলিয়ার্সের গোলাপি জার্সি পরে মাঠে নেমে দুর্দান্ত পারফর্ম করার নজির রয়েছে তার ।এবিডি ভিলিয়ার্স ২০১৫ সালে গোলাপি জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ বলে ১৪৯ রানের ইনিংস খেলেছিলেন এবিডি ভিলিয়ার্স।

1 Comments
micrarrio_su Jason Bader Download
ReplyDeleteculilahed