মুস্তাফিজের ডাউনটাইমস ব্যানারের ছবি প্রকাশ করেছে দিল্লি ক্যাপিটাল,বাংলাদেশের ভক্তদের চমক
আইপিএল ১৫ তম আসরের এবার দিল্লির হয়ে মাঠ কাপাবেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটাল মুস্তাফিজুর রহমান কে নিতে মাত্র ২কোটি রুপি খরচ করছেন।বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকার ওয়ানডে সিরিজ শেষ হবার পর দিল্লির ক্যাপিটালসের হয়ে যোগ দিবেন তিনি।
এবারের আসরের দিল্লির ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্ব পালন করবেন শেন ওয়ার্ন। এবার তাদের সাথেই দেখা যাবে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান কে।
আইপিএলের ১৫ তম আসরের তাই বাংলাদেশের ভক্তদের জন্য বেশি চোখ থাকবে দিল্লি ক্যাপিটালসের দিকে।কারণ বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আইপিএল ১৫ তম আসরে একাই খেলবেন তিনি।
গতকাল দিল্লি ক্যাপিটালস ডাউনটাইম ব্যানারের ছবি প্রকাশ করেছে তারা।এই ডাউন্টাইমের ছবি মুস্তাফিজুর রহমানের ছবি সবার প্রথমে দিয়ে বাংলাদেশের ভক্তদের প্রশংসা কুড়াচ্ছেন দিল্লি ক্যাপিটালস।
এদিকে এই ডাউনটাইম ব্যানার ছবি তাদের টুইটারে ও ফেসবুকে শেয়ার করেছেন দিল্লি ক্যাপিটালস।এতে বাংলাদেশের ভক্তদের কমেন্টের অনেক সাড়া পেয়েছেন।
এবারের মুস্তাফিজদের দলে যারা মাতাবেন
দিল্লি ক্যাপিটালস এক নজরের স্কোয়াড:
টিম সেইফার্ট, অক্ষর প্যাটেল,রিশভ পান্থ,ডেভিড ওয়ার্নার,মুস্তাফিজুর রহমান,লুঙ্গি এনগিডি, চেতন সাকারিয়া,মিচেল মার্শ,কমলেশ নাগারকটি,ইয়াশ ঢুল,কুলদীপ যাদব,সরফরাজ খান,প্রবিন ডুবে,রোভমান পাওয়েল, পৃথ্বী শ, শার্দুল ঠাকুর, আনরিক নরকিয়া, কেএস ভারাত,অশ্বিন হেব্বার, , মানদীপ সিং, খলিল আহমেদ, ললিত যাদব।

0 Comments