ভারতের মেয়েরা বড় সংগ্রহ টার্গেট দিছে বাংলাদেশ বাঘিনীদের
বাংলাদেশ নারী দল প্রথম বারের মতো ওয়ানডে বিশ্বকাপ সুযোগ পেয়েছে। আর প্রথম বারের মতো খেলতে গিয়ে প্রথম ম্যাচে দক্ষিন আফ্রিকার কাছে ৩২ রানে হেরেছে বাংলার টাইগির্স দল।আর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সাথে হেরে গেছিলো বাংলাদেশ বাঘিনিরা।
কিন্তু বাংলাদেশের ৩য় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯ রানে জয় দিয়ে শুরু করে বাংলাদেশ। এবং ৪র্থ ম্যাচে এসে মাত্র ৩ রানে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের কাছে।
আজ বাংলাদেশের ৫ম ম্যাচ ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
ভারতের বিপক্ষে প্রথমে টসে হেরে বোলিংয়ে যায় বাংলাদেশ ওমেন্স ক্রিকেট টিম।
এদিন ভারত টসে জিতে ব্যাটিং করে ভালো সুচনা এনে দেয় ভারত ওমেন্স। তবে বাংলাদেশের বোলাররা প্রথমে ভালো কিছু করতে পারে পারিনি তারা।
এদিন ভারত ৫০ ওভার শেষে ২২৯ রান করে ৭ উইকেট হারিয়ে।
বাংলাদেশ টাইগ্রেসরা এদিন টসে হেরে আগে বোলিং করতে নামেন বাংলাদেশ টাইর্গাস দল।আর নেমেই শুরুতেই ভালো উড়ন্ত সুচনা এনে দিতে পারিনি বাংলাদেশ ক্রিকেট টিম। পরে বাংলাদেশের মেয়েরা ১৫ ওভারের রিতু মনি এক ওভারের মেইডেন সহ ২উইকেট নিয়ে ম্যাচের স্বস্তি ফিরে পায় বাংলাদেশ টাইর্গিসরা ।তবে তাদের স্বল্প রানে আটকাতে থাকে বাংলাদেশ ক্রিকেট টিম।
আরও পড়ুনঃ দুঃসময় সাকিবের ফেরা নিয়ে বিসিবির যতসব নাটক!
এদিন ভারতের প্রথম উইকে হারায় ১৫ ওভারের মাথায় তখন রান ছিলো ৭৪ রান।
ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন ইয়াস্তিকা বাতিয়া।তিনি ৮০ বলে ২টি চারের সাহায্য করেন ৫০রান । দ্বিতীয় সর্বোচ্চ রান করেন শাফালি ভার্মা ৪২ বলে ৪২ রান করেন তিনি। ৩য় সর্বোচ্চ রান করেন ভারতের অধিনায়ক স্বীতি মাানদা ও পোজারা যথাক্রমে দুজন রান করেন ৩০রান ।আর বাকি সব ৩০ এর নিচে রান করেন।
বাংলাদেশের হয়ে রিতু মনি ৩উইকেট পেয়েছে ৩৭ রানের খরচায়। ২ উইকেট নেন নাহিদা খাতুন। আর ১টি করে উইকেট নেন হেলেই জাহানারা আলম।
সংক্ষিপ্ত স্কোরঃ ভারত ওমেন্স ২২৯/৭ (৫০ওভার)
স্মৃতি মানদা ৩০ রান,শাফালি ভার্মা ৪২, ইয়াস্তিকা বাতিকা ৫০,পোজা ভাসতাকার ৩০,রিচা ঘোষ ২৬,হারমান প্রিত কাউর ১৪রান
বাংলাদেশের উইকেট পান, রিতু মনি ৩উইকেট, নাহিদা আক্তার ২উইকেট, জাহানারা আলম ১উইকেট।

0 Comments