Ad Code

মুস্তাফিজদের কোচ হলেন শেন ওয়াটসন

মুস্তাফিজদের কোচ হলেন শেন ওয়াটসন











আইপিএলে দিল্লি ক্যাপিটালস বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো  সহকারী কোচ হচ্ছেন অস্ট্রেলিয়ার অন্যতম অলরাউন্ডার শেন ওয়াটসন। আর শেষ পর্যন্ত সত্যিই হলো গুঞ্জনটা । আইপিএলের এবারের ১৫তম আসরে দিল্লি ক্যাপিটালস সহকারি কোচ হিসেবে শেন ওয়াটসনকে নিয়োগ দিয়েছে তারা।




আইপিএলের আসরের রাজস্থান রয়েলস, রয়েল চ্যালেঞ্জ বেঙ্গালুরু ও চেন্নাইয়ের সুপার কিংসের হয়ে খেলেছেন শেন ওয়াটসন। ২০০৮ সালে রাজস্থান রয়েল এবং ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের সঙ্গে পেয়েছেন ট্রফির স্বাদ।



দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচের নিয়োগ  চূড়ান্তের  পর অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন বলেছেন, ‘আইপিএল হলো জমজমাট বিশ্বের সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আসর। আমি খেলোয়াড় হিসেবে আমার কিছু স্মৃতি আছে এই আইপিএলে, ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি, আর সেটার একমাত্র নেতৃত্বে ছিলেন অসাধারণ মানুষ শেন ওয়ার্ন। এছাড়া চেন্নাইয়ের ও বেঙ্গালুরু হয়ে তার দারুণ স্মৃতি আছে।’


আইপিএল ১৫ তম আসরের এবার দিল্লির হয়ে মাঠ কাপাবেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটাল মুস্তাফিজুর রহমান কে নিতে মাত্র ২কোটি রুপি খরচ করছেন।বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকার ওয়ানডে সিরিজ শেষ হবার পর দিল্লির ক্যাপিটালসের হয়ে যোগ দিবেন তিনি।





দিল্লি ক্যাপিটালস এক নজরের স্কোয়াড: 

টিম সেইফার্ট, অক্ষর প্যাটেল,রিশভ পান্থ,ডেভিড ওয়ার্নার,মুস্তাফিজুর রহমান,লুঙ্গি এনগিডি, চেতন সাকারিয়া,মিচেল মার্শ,কমলেশ নাগারকটি,ইয়াশ ঢুল,কুলদীপ যাদব,সরফরাজ খান,প্রবিন ডুবে,রোভমান পাওয়েল, পৃথ্বী শ,  শার্দুল ঠাকুর,  আনরিক নরকিয়া,  কেএস ভারাত,অশ্বিন হেব্বার,  ,  মানদীপ সিং, খলিল আহমেদ,  ললিত যাদব।

Post a Comment

0 Comments

Close Menu