অবহেলার জবাব দিলেন ডিপিএলে প্রথম ম্যাচেই নাইম শেখ
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের ওপেনার নাঈম শেখ লিজেন্ড রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে শতক হাঁকালেন। নাইম শেখ ১১৩ বলে মাধ্যমে তিনি শতক পূর্ণ করেন এ উদ্বোধনী ম্যাচে।
নাঈম শেখের টি-টোয়েন্টি ক্রিকেটে তার ব্যাটে ভালো সময় যাচ্ছে না। ওয়ানডেতে ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের ওপেনার হয়ে অভিষেক হলেও আপাতত এই ফরম্যাটে নাইম নিয়মিত নেই । যে কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যখন ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার সফরের ব্যস্ত তখন নাঈম শেখ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলছেন তিনি।
এবারের মৌসুমে উদ্ভোদনীর ম্যাচেই ব্যাট হাতে ফিরলেন ফর্মে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল)। লিজেন্ড রূপগঞ্জের বিপক্ষে আবাহনীর হয়ে নাইম একাই ব্যাট হাতে লড়েছেন ক্রিজে। প্রথমে নাইমের দল টস হেরে রূপগঞ্জের বিপক্ষে আগে ব্যাটিং পায় আবাহনী লিমিটেড।নাজিবউল্লাহ, মুনিম শাহরিয়ার , জাকির হাসান, তৌহিদ হ্রদয়ের, ব্যর্থতায় কিছুটা ধীরস্থীতিশীল ভাবে ব্যাটিং করেন নাঈম শেখ।
তবে নাইম শেখ একাই একপাশ ধরে রেখে রেখে প্রথমেই ফিফটি করেন নাইম শেখ।আর এই ফিফটিতে রুপান্তরে নিয়ে যান শতকের দিকে। আবাহনীর লিমিটেডের অধিনায়ক মোসাদ্দেকের সঙ্গে ৭৭ রানের জুটি গড়েন নাইম শেখ। আর সেই কাঙ্ক্ষিত শতকের দেখা পান ৩৯.৩ ওভারে।
এদিকে ৪০তম ওভারের ৩তম বলেই সেই কাঙক্ষিত শতকের দেখা পান, তিনি ১১৩ বলে শতক পূর্ণ করেন ।

0 Comments