তাসকিন,সাকিব,মেহেদী, শরিফুলের আঘাতে বিপদে দক্ষিন আফ্রিকা।
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আজ তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়িয়েছে।আজকে সিরিজ নির্ধারণী ম্যাচে টস সম্পন্ন হয়েছে স্বাগতিকদের পক্ষে।
দক্ষিন আফ্রিকা টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা।এর আগে দক্ষিন আফ্রিকা দ্বিতীয় ম্যাচে প্রথমে বোলিং করেই জয়ের দেখা পেয়েছিল তারা।
বাংলাদেশ প্রথম ম্যাচে ৩৮ রানের বিশাল দাপুটে জয়ে সিরিজ শুরু করেছিল।বাংলাদেশ আবারব পরের দ্বিতীয় ম্যাচেই ৭ উইকেটে হেরে যায় । তবে আজকে ৩য় এই ম্যাচ জিতলে টাইগাররা প্রথমবারের ৪র্থ বারের মতো দেশের বাহিরে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো সিরিজ জিতবে।আজকে সেই ইতিহাস গড়ার লক্ষ্যে বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলার টাইগাররা।
দক্ষিন আফ্রিকা সুযোগকে কাজে লাগাতে আজকে আগে ব্যাট করছে তারা। এদিকে আগে ফিল্ডিং করা বাংলাদেশ চাচ্ছে লক্ষ্য টার্গেটটা নিয়ন্ত্রণে রাখা। আর শুরুটা ভালো হয়েছিল দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ আফ্রিকার স্কোর যখন ৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫৬ রান।
মিরাজের দলীয় প্রথম উইকেট তুলে নেন
মেহেদী হাসান মিরাজ আগের বলটা শর্ট লেংথ করেছিলেন ,আর সেটা শাস্তি হিসেবে পেয়েছিলেন কুইন্টক ডি ককের কাছে।এর পরের বলটা তুলে মারতে গিয়ে ঠিকঠাক টাইমিং করতে না পারায় ডি কক, লং-অফে সহজ ক্যাচ নিয়েছেন মাহমুদউল্লাহ। ৮ বলে ১২ রান করেছেন কুইনটক ডি কক।
তাসকিনের দলীয় ২য় উইকেট পতন কাইল ভেরেইন্নে
কাইল ভেরেইন্নে এই ব্যাটসম্যান ফিরেছেন ৯ রান করে তাসকিনের বলে।
বলটা বেশি লাফিয়ে ওঠেনি, লাইন বা লেংথ কোনোটিই ভাবে তেমন বিপজ্জনক ছিল না। তবে তার ক্রিজ থেকে দূরে ব্যাট চালিয়েছিলেন কাইল ভেরেইন্নে, আর এই আলগা শটেই ডেকে আনলেন বিপদ। ব্যাটের নিচের অংশে লেগে বল আঘাত করেছে স্টাম্পে। আর এতেই তিনি অ্যাভিনিউ এ পথ ধরেন
তাসকিনের দলীয় ৩ উইকেট পতন মালান;
মালান আউট হলেন বাউন্স বলে।সামান্য বলটা ছুঁয়ে গেছে তার ব্যাট। আর উইকেটের পেছনে থাকা লুফে নিলেন অসাধারণ ক্যাচ।মালান ফিরলেন ৩৯ করে।
সাকিবের ৪র্থ উইকেট পতন দক্ষি আফ্রিকার অধিনায়ক টেম্বা বামুভা।
তিনি আউট হয়েছেন এলবিডব্লুর ফাঁদে পড়ে।
শরিফুল ইসলামের দলীয় ৫ম উইকেট রাশি ডার ডুসেন।
মেহেদী হাসান মিরাজের ক্যাচে তালুবন্দি হয়ে ফিরে যান ডার ডুসেন।
তাসকিনের দলীয় ৬ষ্ঠ উইকেট পতন পেট্রোইস।
মুশফিকের ক্যাচে আউট হয়ে ফিরে যান পেট্রাইস।
এই প্রতিবেদনে লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা রান ১০৭/৬ (ওভার ২৬)
মেহেদী হাসান মিরাজ ১উইকেট
তাসকিন আহমেদ ৩ উইকেট
সাকিব আল হাসান ১উইকেট
শরিফুল ইসলাম ১উইকেট।





0 Comments