Ad Code

আগে তেমন টা বুঝতাম না এখন আগের চেয়ে অনেক ভালো বুঝি : লিটন দাস

আগে তেমন টা বুঝতাম না এখন আগের চেয়ে অনেক ভালো বুঝি : লিটন দাস


Cricket

বর্তমানের সময়ের লিটন দাস দুর্দান্ত ফর্মে রয়েছেন। আ একের পর এক দুর্দান্ত ইনিংস খেলেছেন লিটন। লিটনকে সব সময়েই  আগামী দিনের ভবিষ্যৎ তারকা ক্রিকেটার মনে করে আসছিল বাংলাদেশ ক্রিকেট (বিসিবি)।আর যদিও এই সময়ের মধ্যে মুদ্রার দুই পাশেই দেখেছেন লিটন কুমার দাস।


এখন তিনি আগের থেকে  অনেক কিছুই শিখছেন বলে জানিয়েছেন লিটন কুমার দাস । তিনি ম্যাচ শেষে লিটন দাস জানান টি-টোয়েন্টিতে ১২০ বলও বেশি সময় থাকে। শুধু একটু মানসিকতার পরিবর্তন দরকার হইলে হয়। এছাড়াও  তিনি আরো বলেন, ‘আমার জন্য না, সবার জন্যই বলছি এই কথাটা। আর চিন্তাধারা পরিবর্তন করলে ১২০ বল অনেক সময়” পাবে আর দুর্দান্ত খেলতে পারবে।

“এখন আগের চেয়ে একটু বোঝা শুরু করেছি মাত্র, আগে হয়তো তিনি ওভাবে বুঝতেন না। আনার বলেন এটা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি মাত্র, আর আপনি যত খেলবেন ততই শিখবেন বেশি। আমার মনে হয় এ জায়গায় নিজের খেলা বোঝার চেষ্টা করছি, ভবিষ্যতে যেন দলকে সহযোগিতা করতে পারি।”


বাজে পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে  অনেক সমালোচনা হয়েছিল লিটন দাস কে নিয়ে। এমনকি দল থেকে তার বাদ পড়তে হয়েছিল তাকে। তবে তিনি সমালোচনাকে দূরে ফেলে আবারো আর্কষীনিয় রূপে মাঠে ফিরেছেন লিটন কুমার দাস।

৪টা টেস্ট খেলে করেছেন ২টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরি। তার মধ্যে ১টি সেঞ্চুরি নিউজিল্যান্ডের মাটিতে। এরপর ঘরের মাটিতে ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষেই পেয়েছেন সেঞ্চুরি।তারপর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেমেই করলেন দুর্দান্ত হাফ সেঞ্চুরি।





র যেন মাথা ঠান্ডা করে খেলছে লিটন দাস । তার কথার মধ্যে সেরার কোনো কিছুই ভাবে নাই । আর তাত ভালো চিন্তাধারা আছে, ব্যাটে-বলে ভালো লাগছে, যতটুকু ধরে রাখা যায় লিটনের। আর সর্বপ্রথমে বলতে চাই, অস্বস্তি লাগছিল না। আমার যে ভূমিকা, তাতে কোনোদিন সফল হবেন, কোনোদিন হবেন না। বিশ্বকাপে যেমন ব্যর্থ হয়েছি। ওটা অতীত। এ ম্যাচে সুযোগ পেয়েছি, ভালো খেলার চেষ্টা করেছি।”

Post a Comment

0 Comments

Close Menu