Ad Code

শেষ হল বাংলাদেশ বাঘিনীদের খেলা জেনে নিন সর্বশেষ অবস্থা;

শেষ হল বাংলাদেশ বাঘিনীদের খেলা জেনে নিন সর্বশেষ অবস্থা;




বাংলাদেশ নারী দল প্রথম বারের মতো ওয়ানডে বিশ্বকাপ সুযোগ পেয়েছে। আর প্রথম বারের মতো খেলতে গিয়ে প্রথম ম্যাচে দক্ষিন আফ্রিকার কাছে ৩২ রানে হেরেছে বাংলার টাইগির্স দল।


আজ দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ বাঘিনিরা।



আজ দ্বিতীয় ম্যাচ শুরুর আগেই সেখানে বৃষ্টির হানা দেয় মাঠে। তাই ম্যাচ টা ডিএল ম্যাথুয়েডের মাধ্যমে ম্যাচটা গড়িয়েছে।


২৩ ওভার কমিয়ে টস করতে আসে বাংলাদেশ টাইগ্রেসরা।এদিন টসে হেরে আগে ব্যাট করতে নামেন বাংলাদেশ টাইর্গাস দল।আর নেমেই শুরুতেই ভালো উড়ন্ত সুচনা এনে দেয় বাংলাদেশ ক্রিকেট টিম। পরে বাংলাদেশের মেয়েরা আজকেও শেষের দিকে উইকেট পতন ঘটতে থাকে বারবার।


আর সেই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ২৭ ওভারে ৮ উইকেটে তুলেন ১৪০ রান। এখন নিউজিল্যান্ডকে জিততে হলে করতে হবে ১৪১ রান।



আর এদিকে প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের ৯.২ ওভারে দলীয় ৫৯ রানের মাথায়। শামিমা এদিন ওপেনিংয়ে নেমে ৩৩ রান করে আউট হয়ে ফিরে যান।তবে এদিন ফারজানা হক অর্ধশতক তুলে নিলেও শেষ ১৮ ওভারে রান তুলতে পেরেছে মাত্র ৭৯ রান।



এদিন বাংলাদেশের অধিনায়ক ১১রান জোতি করে ফিরে যান। সোবাহান করেন ১৩রান।



নিউজিল্যান্ডে সাটার্দওয়েট ২৫ রানের খরচায় ৩ উইকেট নেন। আর ১টি করে উইকেট নেন হেলেই জেন্সেন ও ফ্যান্সেস ম্যাকায়




এদিন নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে মাত্র ১উইকেট হারিয়ে জিতে নেয় নিউজিল্যান্ড।

বাংলাদেশকে ৮.৩ওভার বল হাতে রেখেই ৯ উইকেটে জিতিয়ে নেয় নিউজিল্যান্ড মহিলা দল।



Post a Comment

0 Comments

Close Menu