সাকিব আল হাসান শাহরুখ খানের সাথে শুটিং করবেন দুবাইতে
অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশ থেকে গতকাল চলে গেছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার।
সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের খেলবেন তবে কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো তিনি দক্ষিন আফ্রিকার সিরিজে খেলবেন না।
সাকিব আল হাসান বিসিবিকে ৬মাসের ছুটির চিঠি দিয়েছে। কিন্তু নাজমুল হাসান পাপন এটার ছুটি মঞ্জুর করেনি।
এরকারনেই ওয়ানডে আর টেস্টে তাকে দক্ষিন আফ্রিকার বিপক্ষে সফরে রেখেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
গতকাল বাংলাদেশ থেকে চলে যাওয়ার সময় সংবাদমাধ্যমে তিনি বলেন আমি দক্ষিন আফ্রিকার সফরে খেলবো না।আবার তিনি ক্রিকেট থেকে লম্বা সময়ের ছুটি চেয়েছেন সাকিব আল হাসান।
“আমি এই মুহূর্তে যেভাবে মানসিক ও শারীরিক অবস্থায় আছি, আমার মনে হয় না আমার পক্ষে এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলাটা সম্ভব। আমার মনে হয় আমি যদি একটা ব্রেক পাই তাতে আগ্রহ ফিরে পেলে আমার জন্য খেলাটা সহজ হবে”।-বলেছেন সাকিব
সাকিব আল হাসান গতকাল এয়ারপোর্টে সংবাদমাধ্যমকে বলেন দুবাইতে একটা বিজ্ঞাপনের জন্য বলিউডের সুপারস্টার শাহরুখ খানের সাথে শুটিং উদ্দেশ্য দেশ ছেড়েছেন তিনি। এমনটাই ইঙ্গিত দিয়েছেন সাকিব আল হাসান ।


0 Comments