Ad Code

অল্প রানেই মধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে আটকিয়ে দিয়েছে বাংলাদেশ টাইর্গিসরা

অল্প রানেই মধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে আটকিয়ে দিয়েছে বাংলাদেশ টাইর্গিসরা





বাংলাদেশ নারী দল প্রথম বারের মতো ওয়ানডে বিশ্বকাপ সুযোগ পেয়েছে। আর প্রথম বারের মতো খেলতে গিয়ে প্রথম ম্যাচে দক্ষিন আফ্রিকার কাছে ৩২ রানে হেরেছে বাংলার টাইগির্স দল।আর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সাথে হেরে গেছিলো  বাংলাদেশ বাঘিনিরা।

কিন্তু বাংলাদেশের ৩য় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯ রানে জয় দিয়ে শুরু করে বাংলাদেশ।  



আজ বাংলাদেশের চতুর্থ  ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে  মাঠে নেমেছে বাংলাদেশ সময় ভোর ৪টায়। 

ওয়েস্ট ইন্ডিজ প্রথমে টসে হেরে ব্যাটিং করার সিদ্ধান্ত পাঠায় বাংলাদেশ অধিনায়ক। 

এদিন টসে হেরে ব্যাটিং করে ভালো কিছু করতে পারিনি তারা।

এদিন তারা ৫০ ওভার শেষে ১৪০ রান করে ৯ উইকেট হারিয়ে।

 


বাংলাদেশ টাইগ্রেসরা এদিন টসে জিতে আগে বোলিং করতে নামেন বাংলাদেশ টাইর্গাস দল।আর নেমেই শুরুতেই ভালো উড়ন্ত সুচনা এনে দেয় বাংলাদেশ ক্রিকেট টিম। পরে বাংলাদেশের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজের একের পর এক উইকেট  নেয় বাংলাদেশ টাইর্গিসরা ।তবে তাদের স্বল্প রানে আটকাতে থাকে বাংলাদেশ ক্রিকেট টিম। 


এদিন ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকে হারায় ৮.৪ ওভারের মাথায়।

ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ রান করেন শিমানি ক্যাম্পবেল্লি।তিনি ১০৭ বলে ৫ টি চারের সাহায্য  করেন ৫৩ রান । 


আরও পড়ুনঃ শুধু একজন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের নিয়মিত খোজ নিতেন:স্ত্রী চৈতী।



এদিন বাংলাদেশের অধিনায়ক ১১রান জোতি করে ফিরে যান। সোবাহান করেন ১৩রান। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন হেইলি ম্যাথুস তিনি ৪৩বলে করেন ১৮ রান ৩টি চারের সাহায্য। ৩য় সর্বোচ্চ রান করেন যথাক্রমে দেনধারা ও এফি ফ্লেকেটার ১৭রান করেন।আর বাকিরা তেমন কোনো সুবিধা করতে পারিনি।

 


বাংলাদেশের হয়ে দুজন পেয়েছে ২৩ রানের খরচায় ২ উইকেট নেন যথাক্রমে সালমা ও নাহিদা খাতুন। আর ১টি করে উইকেট নেন হেলেই জাহানারা আলম, রুমানা আহমেদ ও রিতু মনি। 

Post a Comment

0 Comments

Close Menu