পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন
মুশফিকুর রহিম এর আগেও ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নেতৃত্ব দিয়েছিলেন।আবাহনীতে মুশফিকুরের মাঝে খেলেছিলেন। মোহামেডানে এবার আবারও তিনি খেলবেন এই লিগে।
মুশফিক ছাড়াও অনেকেই এই মোহামেডান প্রিমিয়ার লিগে তারকার মেলা বসাতে চলেছে। সাকিব,মাহমুদউল্লাহ, পারভেজ ইমন,তাসকিন আহমেদ রা।
শুধু তাই নয়, এবারই প্রথম দলের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মোহামেডানের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আর এই দলে ওপেন করতে নামবেন সৌম্য সরকার তারকাভর্তি দল।
এই দলে অনেক তারকা তাই কাকে রেখে কার কাঁধে নেতৃত্বের ভার দেয়া যায়?তাই অনেক চিন্তা-ভাবনা করে অবশেষে মিস্টার ডিপেন্ডেবল’র কাধেই ভার দিয়েছেন মুশফিকুর রহিমকেই অধিনায়ক হিসেবে মনোনয়ন দিলো মোহামেডান। আজ এই টুর্নামেন্টের লিগের জার্সি উন্মোচন অনুষ্ঠানে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়ছে। নতুন জার্সি পরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম।
তবে দুঃসংবাদ হলো, প্রিমিয়ার লিগ শুরুর দিকে অধিনায়ক মুশফিককে পাবে না সাদা-কালো জার্সি ধারীরা বেশ কিছুদিন।জাতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরের কারণে মুশফিককে পাবেনা দলটি।আবার জাতীয় দলের দক্ষিন আফ্রিকার সফরের স্কোয়াডে যে কয়জন আছে তাদেরকে অনেকদিনিই পাবেনা।
এবার ঢাকা প্রিমিয়ার লিগ পাকিস্তানের অন্যতম ক্রিকেটার মোহাম্মদ হাফিজ কে দলে নিয়েছে মোহামেডান ক্রিকেট টিম। তাছাড়া মোহাম্মদ হাফিজ জাতীয় দল থেকে অবসর নিয়েছে। এছাড়া তার কোনো খেলা না থাকায় তাকে দলে নিয়েছে মোহামেডান ক্রিকেট টিম। তাই এই অলরাউন্ডারকে দলের শুরুতেই পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন মোহামেডানের ক্রিকেট কমিটির সম্পাদক সেলিম শাহেদ।
সুতরাং,ভারপ্রাপ্ত অধিনায়ক শুভাগত হোম ওই সময় মুশফিকের অনুপস্থিতিতে মোহামেডানকে প্রিমিয়ার লিগে নেতৃত্ব দেবেন।
এক নজরে দেখে নিন সব দলের স্কোয়াডঃ
ব্রাদার্স ইউনিয়ন:
মোহাম্মদ সেন্টু,
মঈন খান,
রায়হান উদ্দিন,
রাফসান আল মাহমুদ,
শামসুল ইসলাম অনিক,
মিনহাজুল আবেদীন,
মোহাম্মদ আশরাফুল,
সাদিকুর রহমান,
ইরফান হোসেন,
ইমতিয়াজ হোসেন তান্না,
রাসেল হাওলাদার।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব:
জুনায়েদ সিদ্দিকি,জসিম উদ্দিন,রেজাউর রহমান রাজা, শাহাদাত হোসেন দিপু, শামসুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, রবিউল হক, রাকিবুল হাসান, জয়রাজ শেইখ ইমন, নাসির হোসেন।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব:
মোহাম্মদ রাকিব, রায়ান রাফসান রহমান, আনিসুল ইসলাম, তাসামুল হক, রাহাতুল ফেরদাউস, নাঈমুর রহমান, আলিস আল ইসলাম, রিপন মণ্ডল, নাঈম হাসান, আসাদুজ্জামান, রাকিন আহমেদ, অভিষেক মিত্র।
আবাহনী লিমিটেড:
শাহরিয়ার পারভেজ অভি, আশিকুর রহমান নাবিল, মোহাম্মদ তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি, শামীম হোসেন, জাকের আলী অনিক, মাহমুদুল হাসান জয়, সাইদুল ইসলাম, মোহাম্মদ তানবীর ইসলাম।
সিটি ক্লাব:
আমিনুর রহমান, তৌফিকুর খান, শফিউল হায়াত হৃদয়, নাজমুল হোসেন, আবুল হালিম, শাহরিয়ার কামাল, জাকিরুল আহমেদ, মাইনুল ইসলাম, আবু নাসের শহিদ, আব্দুল্লাহ আল মামুন, রাজিবুল ইসলাম।
খেলাঘর সমাজ কল্যান সমিতি:
শাহীন আলম, অমিত হাসান, নাদিফ চৌধুরী, হোসেন আলী, প্রীতম কুমার, ইফতেখার সাজ্জাদ, অমিত মজুমদার, হাসানুজ্জামান, নিহাদ উজ জামান, আব্দুর রশিদ, পিনাক ঘোষ, মোহাম্মদ ইলিয়াস, সাখওয়াত হোসেন।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব:
তাইবুর রহমান পারভেজ, মেহরাব হোসেন জোসি, রবিউল ইসলাম রবি, সুমন খান, জহিরুল ইসলাম, সানজামুল ইসলাম, আরিফ আহমেদ।
রূপগঞ্জ টাইগার্স:
আরিফুল হক, ফরহাদ রেজা, জাকের হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, ফজলে রাব্বি, নাসুম আহমেদ, ইমরানুজ্জামান, শরিফুল্লাহ, আব্দুল্লাহ গাফফার, এনামুল হক, মিজানুর রহমান, নাহিদ হাসান, আজমির আহমেদ, শফিকুল ইসলাম, আসিফ আহমেদ রাতুল, মার্শাল আইয়ূব।
মোহামেডান স্পোর্টিং ক্লাব:
রুবেল মিয়া, রনি তালুকদার, সোহরাওয়ার্দী শুভ, জাহিদুজ্জমান খান, এনামুল হক, হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নাজমুল হাসান অপু, সাকাউদ্দিন শাকিল ও মুশফিকুর রহিম।
লিজেন্ডস অব রূপগঞ্জ:
মাশরাফি বিন মুর্তজা, রুয়েল মিয়া, মেহেদি হোসেন, আসিফ হাসান, ইরফান শুক্কুর, সাব্বির হোসেন, তানজীদ হাসান, সঞ্জীত সাহা দীপ, আব্বাস মুসা আলভি, তানভীর হায়দার।



0 Comments