আর এইসময় বিসমাহ মারুফের কন্যসন্তানের সাথে ভারতীয় দলের অন্যতম খেলোয়াড় একতা বিস্তকে মজা করতে দেখা যায়।
তখন ওই সময়ের পর পুরো ভারতীয় দলের মেয়েরা সবাই বিসমাহ মারুফের কন্যার সাথে খুনসুটি করেন সবাই। আর এরই মধ্য ভিডিওটি সোস্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়।
বিসমাহ মারুফ সোস্যাল মিডিয়াতে তিনি জানান, আমার ৬মাসের মেয়ে আমাদের সাথেই ড্রেসিং রুমে উঠেছেন।আর তিনি আমাদের সাথেই ড্রেসিং রুম ভাগাভাগি করে নিছেন
আর আমার মেয়েটা এখানে 'তারকা' হয়ে উঠেছেন বলে জানান তিনি।
মারুফা আরও জানানঃ সবাই যখন আমরা অনুশীলনে যাই তখন সবাই আমার কন্যাকে দেখে আদর করে চলে যায়। আবার যখন অনেক সময় অনুশীলন করতে হয় তখন আমার মেয়ের অভাব সবাই অনুভব করতে থাকে।
এমনকি রাতে সবাই আমার ঘরে চলে আসে আর এসে আমার মেয়ের সাথে ওরা সবাই খেলা করে,আনন্দে মজা করতে থাকেন।
এক কথাই বলতে পারেন আমার মেয়েটা সেলিব্রিটি হয়ে গেছে।

0 Comments