Ad Code

আফগানিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে ‘হোম ভেন্যু’ বানাতে বিসিবির কাছে প্রস্তাব দিয়েছে

আফগানিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে হোম ভেন্যু বানানোর জন্য বিসিবির কাছে প্রস্তাব দিয়েছে



আফগানিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদেরকে বেশ ভালোভাবেই তুলে ধরেছে। আর বিশেষ করে টি২০ ক্রিকেটে তারা নিজেদের মধ্য আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল সামর্থ্য প্রমাণ দিচ্ছে।


আফগানিস্থানের তাদের কোনো স্থায়ী কোনো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নেই কিন্তু ভালো খেললেও তারা এই সুযোগ টা পাচ্ছেনা। আফগানিস্তান ক্রিকেট দিল তাদের ভারতের দেরাদুন, আরব আমিরাত,কাতার,ওমানে নিজেদের হোম সিরিজ গুলো আয়োজন করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড হোম ভেন্যু হিসেবে এতোগুলা দেশে বানিয়েছেন।


তবে এবার নতুন সংবাদ মাধ্যমে বাংলাদেশকে হোম ভেন্যু সিরিজ হিসেবে ব্যবহার করতে চাই আফগানিস্থান আন্তর্জাতিক ক্রিকেট দল। দ্য ডেইলি সান শীর্ষ ইংরেজি সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এ বিষয়ে প্রস্তাব দিয়েছে আফগানিস্থান ক্রিকেট বোর্ড। এ খবর জানাচ্ছে দেশের শীর্ষস্থানীয় ইংরেজি সংবাদমাধ্যম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের বরাত দিয়ে জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সম্মেলনে।





গত শনিবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মিরওয়াইজ আশরাফ ও প্রধান নির্বাহী নাসিব খান বাংলাদেশ বনাম আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ শেষে নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি  এবং বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সাথে বৈঠকে বসেছিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি।



এসিবি প্রধান সাবেক অলরাউন্ডার মিরওয়াইজ সেখানে দুই দেশের ক্রিকেট মান উন্নয়নের ব্যাপারে  আলোচনার কাজ শেষ করেছেন তারা। তারা এরই মাঝে বাংলাদেশকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করতে চাওয়ার ইচ্ছার কথা প্রকাশ করছে এসিবি সভাপতি আফগানিস্তানের।



২ই দেশের মধ্যে কোনো অনুষ্ঠান বা বড় দলের সিরিজ আয়োজন করার চিন্তাভাবনা করেছেন।” দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটানোর জন্য দুই দেশের মধ্যে কথা বার্তা হয়েছে।আর এই কথা নিজাম উদ্দিন চৌধুরী সুজন দ্য ডেইলি সানকে বলেছেন।



নিজাম উদ্দিন চৌধুরী আরো বলেন“আফগানিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে, তবে আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে হোম ভেন্যু হিসেবে মাঠ দিতে পারবো কি না তা জানিয়েছেন। তবে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে সেটা ভেবে দেখবো দেওয়া যায় কিনা??

Post a Comment

0 Comments

Close Menu