Ad Code

ভালো একটা সময় কাটালামঃ সাকিব আল হাসান

ভালো একটা সময় কাটালামঃ সাকিব আল হাসান





বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের না খেলার জন্য দেশে তোলপাড় চলছে ক্রিকেটাঙ্গনে। গতকাল ৭মার্চে সোমবার সাকিবের ওপর ক্ষোভের বিস্ফোরণ ঘটান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।তিনি নিজ বাসায় সাংবাদিকদের কাছে সাকিবের সমন্ধে অনেক আলোচনা করেন আর তা নিয়ে চলছে তুমল কথা। সাকিবকে  বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার ইচ্ছা-অনিচ্ছার কথা লিখিত আকারে দিতে বলেন তিনি। আর পাশাপাশি পাপন ভবিষ্যতে ‘কঠোর সিদ্ধান্ত’ নেওয়ার হুঁশিয়ারিও দেন সাকিবকে।


অথচ, এই সাকিব আল হাসানের  এসব যেন  কোনো ভাবেই স্পর্শই করছে না।তিনি বর্তমানে দুবাইয়ে তে আছে একটা বিজ্ঞাপনের শুটিংয়ে।আর তিনি দুবাইয়ে যাওয়া নিয়ে হয়েছে তুমুল মতান্তর।তবে দুবাই গিয়ে বেশ  ভালোই আছেন সাকিব আল হাসান । আজ  ৮মার্চে  মঙ্গলবার দুপুরে তার ফেসবুকে একাউন্টে একটা মাঠে ক্যাচ ধরার অনুশীলনের ২টি ছবি পোস্ট করেন।আর  সাকিব আল হাসান  লিখেছেন, ‘জায়গাটি ভীষণ সুন্দর। দারুণ কিছু সময় কাটালাম। ‘

Post a Comment

0 Comments

Close Menu