আইপিএলে কারণেই ভেঙে পড়েছেন সাকিব আল হাসান
তাই হয়তো সবাই ভেবেছিল এবারের ১৫তম আসরেই আইপিএলের নিলামে নিশ্চিত ভাবে দল পাচ্ছেন এই অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে অবশেষে সাকিব আল হাসান কে কোনো দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কোন ফ্র্যাঞ্চাইজি। মূলত একটা কারনেই আইপিএলে দলে রাখে নাই সাকিব আল হাসান কে, কারন আইপিএল যখন শুরু হবে তখন বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার সফর থাকবে।আবার যখন দক্ষিন আফ্রিকার সিরিজ শেষ হবে তখন বাংলাদেশের ঘরে মাঠে সিরিজ হবে শ্রীলংকার বিপক্ষে।
সাকিব আল হাসানকে আইপিএলে না নেওয়ার কারন হয়তো এটাই ছিলো বলে ধারণা করা হচ্ছে। আর এর কারনেই হয়তো এতেই ভেঙে পড়েছেন তিনি। আইপিএল নিলাম শুরু দিকে তিনি দুর্দান্ত পার্ফমেন্স। আইপিএল নিলাম শুরু আগে ৪ ম্যাচে তিনি করেন ১৮৯ রান, বল হাতে নেন ৮ উইকেট।
কিন্তু আইপিএলের নিলামের পর সাকিব আল হাসান ভালো ভাবে তুলে ধরতে পারেননি নিজেকে তিনি।
আর ১৫ তম আসরের আইপিএল প্লেয়ার ড্রাফটের পরে তিনি ৭টা ম্যাচ খেলেছেন। আর এই ৭ টা ম্যাচে ব্যাট হাতে মাত্র ৮২ রান করেন তিনি, আর বল হাতে আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি বাদে শিকার করেন ৮ উইকেট।
সাকিব আল হাসান ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ৩টা ওয়ানডেতে রান যথাক্রমে ১০, ২০ ও ৩০ করেন।
আর মিরপুর স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ২ টি-টোয়েন্টি সিরিজের রান করেন যথাক্রমে ৫ ও ৯ রান করে আউট হন বিশ্বসেরা অলরাউন্ডার।
অর্থাৎ সাকিব আল হাসানের আইপিএল নিলামের আগে ও পরে পার্ফমেন্স ছিলো একেবারেই বাজে অবস্থা।
এদিকে গতকাল সাকিব আল হাসানে গুরু নাজমুল আবেদীন ফাহিমও একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলছেন,
“আমরা জানি যে আইপিএল হল বিশ্বের একটা সেরা টুর্নামেন্ট লিগ।তাই তার দল না পাওয়াটা মানসিকভাবে আঘাত করতেই পারে তাকে।এই আইপিএলে বিশ্বের সব নামি দামি প্লেয়ার আসে খেলতে সাথে হয়তো অনেক দিন তিনিও ছিলেন। এই অবস্থা হঠাৎ করেই যদি তাকে না নেওয়া হয় তাহলে এটা আঘাত করতেই পারে স্বাভাবিক।"

0 Comments