ম্যাচ শেষে রিয়াদ কার উপর দোষ চাপালেন কি বললেন
শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ নির্ধারণী দ্বিতীয় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
এদিকে টসে জিতে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বাংলাদেশ ক্রিকেট বিপাকে পড়ে। বাংলাদেশ ২০ ওভার শেষে ১১৫ রান সংগ্রহ করে।
এদিন অভিষিক্ত মুনিম শাহরিয়ার ওপেনিংয়ে নেমে শুরুতেই বাউন্ডারি মেরে রানের খাতা খুলতেই পরে কিছু করতে পারে নাই ১০ বলে ৪ রান করে ফিরে যান নাবীর বলে।
এর পর আসে লিটন দাস এসে কিছু করতে থাকলেও সেও বেশিক্ষন টিকে থাকতে পারে নাই তার রান ১০ বলে ১৩ রান।
নাইম শেখ রান আউট হয়ে যান ১৯বলে ১৩ রান করে।
সাকিব ১৫ বলে ৯রান।মুশফিক ২৫ বলে ৩০ রান। মাহমুদউল্লাহ ২১ রান।আফিফ ৯ বলে ৭রান
মাহাদি ০ রান,নাসুম ৫* রান, শরিফুল ০রান,মুস্তাফিজুর ৬রান
আর এদিকে আফগানিস্তানের বিপক্ষে এমন হারের পর বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এর কারণ ব্যাখ্যা করলেন। তার মতে উইকেট ব্যাটিং পিচ সহায়ক থাকলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আর খুব বেশি বড় রান করতে না পারলেও অন্তৎ ১৫০-১৬০ রান করার মত উইকেট ছিল বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক।
তিনি ম্যাচ শেষে রিয়াদ বলেন,
”আর ব্যাট করার জন্য যথেষ্ট ভালো উইকেট পিচ ছিল আজকে। আমরা কোনো পার্টনারশিপ পাইনি। এই ম্যাচের পারফরম্যান্সে খুবই হতাশাজনক। ১৫০-১৬০ রান করার মত উইকেট পিচ ছিল এটি, তবে আমরা অন্তত ১৪০ করতে পারতাম তাহলে একটু ভালো হতো। আমাদের মুলত পার্টনারশিপ হয়নি এটা নিয়ে আমাদের আরও গুরুত্ব দিতে হবে। আমি এবং মুশফিক কিছুটা পার্টনারশিপ গড়তে চেষ্টা করেছিলাম তবে তা ব্যার্থ হয়েছি। আফগানিস্তানের বোলারদের দেখেশুনে খেলার চেষ্টা করেছিলাম আমরা। আমাদের ফিল্ডিং ভালো করার জন্য আরও কাজ করতে হবে। মে মাসে টি-টোয়েন্টির আগে আগে আমাদের বেশ কয়েকটি ওয়ানডে ও টেস্ট ম্যাচ আছে। আমরা সেদিকেই মনোযোগ দিতে চাই।”

0 Comments