শেন ওয়ার্ন ৬ বছরের সাদিদের বোলিংয়ে মুগ্ধ হয়ে যা বলেছিলেন
শেন ওয়ার্ন গত ৫ মাস আগের কথা। বাংলাদেশের বরিশাল বিভাগের ৬ বছর বয়সী খুদে স্পিনার সাদিদের বোলিং দেখে বেশ মুগ্ধ হয়েছিলেন ২০২১ সালের ২০ অক্টোবর শেন ওয়ার্ন। তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশের বরিশাল বিভাগের ৬ বছর বয়সী খুদে স্পিনার সাদিদের বোলিংয়ের একটি ভিডিও শেয়ার করেছিলেন শেন ওয়ার্ন। আর সাদিদের ভিডিও শেয়ার করে তিনি জানতে চেয়েছিলেন, কে এই খুদে সাদিদ বালক? তিনি আরও সঙ্গে প্রশংসা করে বলেছিলেন ওয়াও । এই মাত্র কেউ আমাকে এটি সাদিদের ভিডিওটি পাঠাল। আর কি অসাধারণ এটি ভিডিও । কে এটা? সত্যি অসাধারণ ভিডিওটি। চালিয়ে যাও বোলিং ভবিষ্যতে অনেক ভালো কিছুই হবে………।
তিনি গতকাল শুক্রবার হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেছেন শেন ওয়ার্ন। আর ক্রিকেট পাড়ায় বিশ্বজ্ঞনে কাঁদছে ক্রিকেট দুনিয়া, তার এমন হঠাৎ মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে পুরো ক্রিকেট বিশ্ব। এতে খুদে স্পিনার সাদিদের ক্রিকেটে হাতেখড়ি হয় তিন বছর বয়সে। কয়েকদিন আগে তার বয়স ছয় বছর পেরিয়েছে মাত্র। ক্রিকেটভক্তরা সাদিদকে অনুসরণ করেন এমনকি সেটা অজি কিংবদন্তি শেন ওয়ার্ন ও আফগান লেগি রশিদ খানকে। আর সে জানায়, রশিদ খান এবং শেন ওয়ার্নের খেলা ভালো লাগে তার। তাদের মতো বল করার চেষ্ট করেছে এই বরিশালের সাদিদ।


0 Comments