Ad Code

অবশেষে দল পেলেন আশরাফুল আর নাসির হোসেন

দল পেলেন আশরাফুল আর নাসির হোসেন



ঢাকা প্রিমিয়ার লিগের খেলোয়াড় দলবদলে বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ দিন দল বদলের মাধ্যমে শেষ হয় আনুষ্ঠানিক প্রক্রিয়া। এদিন সরাসরি (সিসিডিএম) অফিসে এসে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেরেছেন নাসির হোসেন ও মোহাম্মদ আশরাফুল।


প্রাইম দোলেশ্বর এই মৌসুমে না খেলায় দলটির ৮ ক্রিকেটার ক্রিকেটার যোগ দিয়েছে রূপগঞ্জ টাইগার্সে। এবারের প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে মার্চের ১৫ তারিখ থেকে। আগের দিন ১৪ মার্চ হবে ট্রফি উন্মোচন।



ব্রাদার্স ইউনিয়ন:
মোহাম্মদ সেন্টু,
মঈন খান,
রায়হান উদ্দিন,
রাফসান আল মাহমুদ,
শামসুল ইসলাম অনিক,
মিনহাজুল আবেদীন,
মোহাম্মদ আশরাফুল,
সাদিকুর রহমান,
ইরফান হোসেন,
ইমতিয়াজ হোসেন তান্না,
রাসেল হাওলাদার।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব:
জুনায়েদ সিদ্দিকি,জসিম উদ্দিন,রেজাউর রহমান রাজা, শাহাদাত হোসেন দিপু, শামসুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, রবিউল হক, রাকিবুল হাসান, জয়রাজ শেইখ ইমন, নাসির হোসেন।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব:
মোহাম্মদ রাকিব, রায়ান রাফসান রহমান, আনিসুল ইসলাম, তাসামুল হক, রাহাতুল ফেরদাউস, নাঈমুর রহমান, আলিস আল ইসলাম, রিপন মণ্ডল, নাঈম হাসান, আসাদুজ্জামান, রাকিন আহমেদ, অভিষেক মিত্র।

আবাহনী লিমিটেড:
শাহরিয়ার পারভেজ অভি, আশিকুর রহমান নাবিল, মোহাম্মদ তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি, শামীম হোসেন, জাকের আলী অনিক, মাহমুদুল হাসান জয়, সাইদুল ইসলাম, মোহাম্মদ তানবীর ইসলাম।

সিটি ক্লাব:
আমিনুর রহমান, তৌফিকুর খান, শফিউল হায়াত হৃদয়, নাজমুল হোসেন, আবুল হালিম, শাহরিয়ার কামাল, জাকিরুল আহমেদ, মাইনুল ইসলাম, আবু নাসের শহিদ, আব্দুল্লাহ আল মামুন, রাজিবুল ইসলাম।

খেলাঘর সমাজ কল্যান সমিতি:
শাহীন আলম, অমিত হাসান, নাদিফ চৌধুরী, হোসেন আলী, প্রীতম কুমার, ইফতেখার সাজ্জাদ, অমিত মজুমদার, হাসানুজ্জামান, নিহাদ উজ জামান, আব্দুর রশিদ, পিনাক ঘোষ, মোহাম্মদ ইলিয়াস, সাখওয়াত হোসেন।

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব:
তাইবুর রহমান পারভেজ, মেহরাব হোসেন জোসি, রবিউল ইসলাম রবি, সুমন খান, জহিরুল ইসলাম, সানজামুল ইসলাম, আরিফ আহমেদ।

রূপগঞ্জ টাইগার্স:
আরিফুল হক, ফরহাদ রেজা, জাকের হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, ফজলে রাব্বি, নাসুম আহমেদ, ইমরানুজ্জামান, শরিফুল্লাহ, আব্দুল্লাহ গাফফার, এনামুল হক, মিজানুর রহমান, নাহিদ হাসান, আজমির আহমেদ, শফিকুল ইসলাম, আসিফ আহমেদ রাতুল, মার্শাল আইয়ূব।

মোহামেডান স্পোর্টিং ক্লাব:
রুবেল মিয়া, রনি তালুকদার, সোহরাওয়ার্দী শুভ, জাহিদুজ্জমান খান, এনামুল হক, হাসান মাহমুদ, মেহেদি হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নাজমুল হাসান অপু, সাকাউদ্দিন শাকিল ও মুশফিকুর রহিম।

লিজেন্ডস অব রূপগঞ্জ:
মাশরাফি বিন মুর্তজা, রুয়েল মিয়া, মেহেদি হোসেন, আসিফ হাসান, ইরফান শুক্কুর, সাব্বির হোসেন, তানজীদ হাসান, সঞ্জীত সাহা দীপ, আব্বাস মুসা আলভি, তানভীর হায়দার।

Post a Comment

0 Comments

Close Menu