প্রতিবন্ধী ক্রিকেট ভক্তের দাবি মেটালেন রশিদ
বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচ টি-২০ সিরিজের ২য় ম্যাচ শেষ হয়েছে গতকাল। যেখানে বাংলাদেশকে ৮ উইকেটের বিশাল বড় জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে আফগানিস্তানের রশিদ খানরা। তবে ম্যাচ শেষে ঘটে গেলো একটা অসাধারণ ঘটনা তা বিশ্বের কাছে প্রশংসা পাওয়ার মতোই।
এই বিশ্ব ক্রিকেটের মহা তারকা হলেন রশিদ খান তিনি আনাচে কানাচে সব জায়গায় আফগানিস্তানের এই লেগির ভক্ত ছড়িয়ে ছিটিয়ে গেছে পুরো বিশ্বে। আর বাংলাদেশেও যে তার ভক্ত রয়েছে সেটা শেষ টি-২০ ম্যাচে দেখা গেল সেই অদ্ভুত ভক্ত।গতকাল সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৮উইকেটে জিতে এবার নিজের দেশের আজ বিমান ধরবেন রশিদ খানরা। তবে তারা যাওয়ার আগে বাংলাদেশে এক প্রতিবন্ধীর ভক্তের আবদার মিটিয়ে গেলেন বিশ্বের মহাতারকা রশিদ খান।তিনি বিশেষ চাহিদা সম্পন্ন করতে ডেসিং রুম থেকে তরুনকে নিজের স্বাক্ষর করা একটি বল উপহার দিলেন আফগানিস্তানে এই লেগি রশিদ খান।
আর ম্যাচ শেষে ঘিরে ধরে সংবাদমাধ্যম কর্মীরা। আর সেই প্রতিবন্ধী ভক্ত রশিদ খানকে সেই ভিড়ের মধ্যেই জড়িয়ে ধরলেন ওই এক সমর্থক। আর এমন দৃশ্যে পুরো বিশ্বকে হইচই ফেলে দিয়েছে। তবে তার জন্য বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ায় তেমন কিছু হয়নি বলেন রশিদ খান। প্রতিবন্ধী আলামিন নামের এক ১৮ বছর বয়সের যুবকের ভক্তের ডান হাতের কব্জি সোজা করতে পারেন না আর এমন কি তিনি কথাও বলতে পারেন না ঠিকঠাক এক কথায় তিনি প্রতিবন্ধী ।গতকাল ম্যাচ শেষে হাতের ইশারায় রশিদকে বোঝালেন তিনি তার অনেক বড় ভক্ত। তারকা এই লেগির একটা বলে ব্যাট করতে চান প্রতিবন্ধী ভক্ত আল-আমিন।রশিদ ভক্তের কথা না বুঝলেও বুঝিয়ে দেন সাংবাদিকরা তখন তার চাহিদা পুরুন করে দেয় রশিদ খান।
আর এটা সারা বিশ্বে ক্রিকেট পাড়ায় হৈচৈ ফেলে দিয়েছেন।

0 Comments