বিশ্বের সেরা অন্যতম স্পিনার শেন ওয়ার্ন আর দুনিয়া থেকে চলে গেছেন পরপারে। আর এই ক্রিকেট বিশ্বে অনেক বড় একটা তার শূন্যতার ছাপ রেখে চলে গেলেন এই ক্রিকেটার কিংবদন্তী শেন ওয়ার্ন।
তিনি হার্ট অ্যাটাক করে থাইল্যান্ডে মারা গেছেন শেন ওয়ার্ন।তাকে মেডিকেলের ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টার পরও তাকে আর বাঁচানো যায়নি তিনি পরপারে চলে গেছেন। তার ‘পরিবার এ সময়ে গোপনীয়তা রক্ষার কথা অনুরোধ করিয়েছিলো বলে জানান।
আর শেন ওয়ার্নের মৃত্যুতে শোকে বিশ্ব ক্রিকেট ক্রিড়াজ্ঞনে শোকের ছায়া নেমেছে এসেছে। আর বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাতিক্রম নয় তারা সবাই স্টাটাস দিয়েছে ফেসবুকে শোকাহত জানিয়েছেন।
ফেসবুকে পোস্ট দিয়ে সাকিব,তামিম,মুশফিক, মুস্তাফিজুর রহমান বলেছেন,
সাকিব আল হাসান বলেনঃ
ক্রিকেটের অন্যতম বিশ্বের সেরা তারকা শেন ওয়ার্ন মারা গেছেন শুনে অত্যন্ত খারাপ লাগছে। তার পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। কিংবদন্তি হয়ে আমাদের সবার মধ্যে থাকবে যতক্ষণ না ক্রিকেট আমাদের হৃদয়ে থাকবে।
মুশফিকুর রহিম বলেনঃ
শেন ওয়ার্ন আর নেই এমন খবর শুনে মর্মাহত। রেস্ট ইন পিচ কিংবদন্তি। খুব শীঘ্রই চলে গেছেন।
মুস্তাফিজুর রহমান বলেনঃ
শেন ওয়ার্নের দুঃখজনক খবর শুনে বিধ্বস্ত। আমি সম্পূর্ণ হতবাক এবং এটা বিশ্বাস করতে পারছি না।
তামিম ইকবাল জানানঃ
একজন কিংবদন্তি চলে গেলেন। শেন ওয়ার্ন, আমার খেলা সেরা বোলারদের একজন।
তাসকিন জানালেনঃ
রেস্ট ইন পিচ লিজেন্ড।

0 Comments