শেন ওয়ার্ন কে নিয়ে কি বললেন রশিদ খান
বাংলাদেশ টসে জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
এদিন প্রথমে ব্যাট নিয়ে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ ক্রিকেট টিম।
আফগানিস্তানের বোলারদের তোপে ১১৫ রানে আটকে দেয় বাংলাদেশকে।
এদিন মুশফিকের ব্যাটের ভড় করে কিছুটা শতক পার করে বাংলাদেশ ক্রিকেট টিম।
আফগানিস্তানের রশিদ, নাবি,ফারুকীরা দারুন শুরু এনে দেন।
এদিন ম্যাচ শেষে রশিদ খান সংবাদ সম্মেলনে জিজ্ঞাসা করা হয় শেন ওয়ার্ন কে নিয়ে তখন তিনি বলেনঃ
এমসিজিতে আমরা একসাথে বল করেছি। আমাদের মাঝে আলোচনা হয়। আমি বলবো এসব অবিশ্বাস্য। যেসব স্মৃতি, তার অভিজ্ঞতা ভাগাভাগি, যেসব কথা উনি আমাকে বলেছে, আমি এসব অনেক মিস করবো। যখনই তার মৃত্যুর খবর শুনেছি এসব স্মৃতি আমার মাথায় ঘুরপাক খাচ্ছিলো, কি দুর্দান্ত ছিল এমসিজির সেসব মুহূর্ত। সে এমন একজন ছিল যে পুরোপুরি নিজের অভিজ্ঞতী ভাগাভাগি করতে চাইতো। এটা অবিশ্বাস্য, এমন দিন নিশ্চিতভাবেই বিশ্ব ক্রিকেটে সবার জন্যই দুঃখের দিন।
খেলোয়াড়, আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল -রশিদ খান

0 Comments