Ad Code

সাইফউদ্দিনের জায়গাকে পাখির চোখ করেছেন কিনা এ প্রশ্নের উত্তরে মৃত্তুঞ্জয় চৌধুরি কি বললেন?

সাইফউদ্দিনের জায়গাকে পাখির চোখ করেছেন কিনা এ প্রশ্নের উত্তরে মৃত্তুঞ্জয় চৌধুরি কি বললেন?



মৃত্তুঞ্জয় চৌধুরি সদ্য শেষ হওয়া এবারের বিপিএলের সেরা আবিষ্কারের মধ্যে একজন খেলোয়াড়। মৃত্তুঞ্জয় চৌধুরি বল হাতে তিনি ৮ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। আর বিশেষ করে ডেথ ওভারে বোলিং করায় ইকোনমিক কিছুটা বেশি ৯.৯৪ ছিলো তার।সদ্য শেষ হওয়া বিপিএলে অভিষেক ম্যাচেই পেয়েছিলেন তিনি হ্যাটট্রিক, ঢাকার মাহমুদউল্লাহ রিয়াদ দলের বিপক্ষে তিনি শেষ ওভারে ৮ রান দিয়ে দেখিয়েছিলেন ডেথ ওভারে কতটা কার্যকরী হতে পারেন। 



আর মৃত্যুঞ্জয়ী চৌধুরী এখন শুধু বল হাতে নয় তিনি ব্যাট হাতেও সমানভাবে পারফর্ম করতে আগ্রহী আছেন। মৃত্যুঞ্জ চৌধুরীর মতে অলরাউন্ডারদের গুরুত্ব পেস বোলারদের চেয়ে অনেক বেশি অবদান সম্পূর্ণ রাখে। আর একটি পেস বোলারের খারাপ দিন একটা যেতেই পারে। তবে যদি অলরাউন্ডার হয় তাহলে ব্যাট হাতে দলের জন্য কিছুটা হলেও অনেক অবদান রাখার সুযোগ রাখে। মৃত্তুঞ্জয় চৌধুরি বোলিংয়ের সাথে কিছুটা ব্যাটিং করতে পারেন বলে জানান তিনি। মৃত্তুঞ্জয় চৌধুরি এখন ব্যাটিং নিয়ে আরও বেশি মনোযোগ দিছে।মৃত্তুঞ্জয় চৌধুরি অলরাউন্ডার হওয়ার লক্ষ্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ীর।




মৃত্তুঞ্জয় চৌধুরি বলেন"আমি যদি শুধু বোলার হইয়ে থাকি তাহলে আমার দলকে দেবার মতো কিছুই থাকবেনা।আর হঠাৎ আমার বোলিং লাইন খারাপ হয়ে গেল তবে দল থেকে বাদ পড়ার অনেকটাই আশংকায় থাকবে।যদি আমি ভালো অলরাউন্ডার হতে পারি তাহলে আমার একদিক দিয়ে ভালো করে দেখাতে পারবো ইনশাআল্লাহ।  আমার সাথে এরকম হয় মাঝেমধ্যে ব্যাটিং ভালো হয় মাঝেমধ্যে বোলিং।যখন আমক ব্যাটিং-বোলিং দুটাই করে দেখাতে পারবো তখন দলের জন্য ইম্প্যাক্টপুল একজন ক্রিকেটার হতে পারব। আর সব ক্রিকেটারের অনেক স্বপ্ন থাকে দলের জন্য ভালো কিছু করা এবং দলের সবার কাছে একজন ভালো ম্যাচ উইনার হিসেবে পরিচিত থাকা।মৃত্তুঞ্জয় চৌধুরি বলেন আমার এটা স্বপ্ন আমি এজন্যই একজন বিশ্বের নামকরা অলরাউন্ডার হতে চাই"।


আরও পড়ুনঃটি-২০তে মোহাম্মদ আশরাফুল ৫৯ বলে ১৬৭ রানের ইনিংস খেললেন 


বর্তমানে জাতীয় দলে অলরাউন্ডার সাইফউদ্দিনের জায়গাকে পাখির চোখ করেছেন কিনা এ প্রশ্নের উত্তরে মৃত্তুঞ্জয় চৌধুরি বলেন"আমার যদি সুযোগ আসে তাহলে শুধু সাইফুদ্দিন ভাই কেনো যে কোনো জায়গায় আমাকে নির্বাচকেরা চিন্তা করবে কিংবা খেলাইতে চাইবে সে জায়গার জন্য আমি ১০০% প্রস্তুত থাকার জন্য চেষ্টা করবো"।




বিপিএলের প্রসঙ্গে মৃত্তুঞ্জয় চৌধুরি বলেন"দেখুন আমি যখন বিপিএল খেলেছি সেটি ছিলো একটি ভিন্ন ফরমেট। আর এখন যে আমি ডিপিএল খেলতে যাচ্ছি সেটি আবার অন্য ফরমেটে। আর এখানে আমার নতুন ৫ বলের মধ্যে একটি স্পেল করতে হবে। আর দুটি কিংবা তিনটি উইকেট এনে দেওয়ার চেষ্টা করতে হবে আমার, আর পাশাপাশি রান আটকে দিতে হবে মিডল ওভারে।আর সব মিলিয়ে আমার লক্ষ্য থাকবে পুরনো বল বা নতুন বল ২টিরই ভালো করে দলের জন্য অবদান রাখতে হবে"।

Post a Comment

0 Comments

Close Menu