এবারের আফগানিস্তানের বিপক্ষে টি২০ (টি-টোয়েন্টি) স্কোয়াডে রাখা হয়েছিলো না সোহানকে। আর ম্যাচের শুরু শেষ মুহুর্তে এসে ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াডে রাখা হল নুরুল হাসান সোহানকে। ম্যাচের ১দিন আগের রাতে নরুল হাসান সোহানকে দলের সাথে অন্তর্ভুক্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর তবে সিরিজ শুরুর আগ রাতেই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হলো সোহানকে। এর ফলে ২টি টি-টোয়েন্টির একাদশেই রাখা হবে তাকে।
গতবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দৃষ্টি নজরকাড়া পারফরম্যান্সের পর সোহানকে টি-টোয়েন্টি দলে সুযোগ দেওয়া হয়েছিলো। আর একসময় তার হাতে তুলে দেওয়া হয় উইকেট কিপিংয়ের গ্লাভসও। বিশ্বকাপেও ছিলেন দলের মুল বড় কান্ডারি। তবে অনেকদিন সময়ে ফর্ম পক্ষে ছিলেন না তিনি। তাই আফগানিস্তান বিপক্ষে সিরিজের জন্য তাকে বিবেচনা করা হয়নাই। (২ মার্চ) বুধবার অনুশীলনের সময় হাতে চোট পেয়ে যান মুশফিকুর রহিম। আর এই প্রথম ম্যাচে মুশফিকের খেলাও অনিশ্চিত হয়ে গেছে । মুশফিক না খেললে সোহানকেই দেখা যেতে পারে উইকেটরক্ষকের ভূমিকায়।


0 Comments