মুস্তাফিজদের আইপিএলে তিনদিন আটকে থাকতে হবে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর ২৬ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে। যেখানে বায়োবাবলে প্রবেশ করে দলের সঙ্গে যোগ দিতে তাকে
৩ দিনের জেব্য সুরক্ষাবলয়ের থাকবে ক্রিকেটার এবং টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্টদেরও থাকতে হবে।
এবারের আসরের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের থাকার সময় দলগুলোর ৩বার RT-PCR টেস্ট করতে হবে।এমনকি পরের তিনদিন অর্থাৎ ৬ষ্ঠ দিনের আগে হবে আরও ৩বার টেস্ট। তারপর করোনা নেগেটিভ আসলে চতুর্থ দিন জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারবেন ক্রিকেটারা এবং সংশ্লিষ্টরাও । মুস্তাফিজুর রহমান এবারের আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন। আর নিয়ম অনুযায়ী ৩ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।
এই মাসের ২৬ মার্চে শুরু হবে ইন্ডিয়া প্রিমিয়ার লিগ (আইপিএল) ১৫তম আসর। মূলত কোভিডের কারণে পুরো ভারত জুড়ে আইপিএল আয়োজন না করে তারা মহারাষ্ট্রের ৪টি স্টেডিয়ামে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে (বিসিসিআই)। আর এই ১৫ তম আসরে লিগ পর্বের ম্যাচগুলো মাঠে দেখতে পারবে দর্শকরা।তাই এবারের আসরের লিগ পর্বে ওয়াং-খেড়েতে ২০ ম্যাচ,
দ্য ব্র্যাবোর্নে ১৫ ম্যাচ
এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে ২০ ম্যাচ।
আর ১৫ তম আসরের আইপিএল ম্যাচ গুলি মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের গ্রাউন্ডে হবে ১৫টি ম্যাচ। এদিকে আইপিএলের রাউন্ড রবিন লিগ পদ্ধতি এবারের আসরে লিগ পর্বে থাকছে না। ১০ দলের এই ১৫তম আসরের দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলি।আর লিগ পর্বের নিজ গ্রুপের প্রত্যেক দলের বিপক্ষে ২টি করে ম্যাচ খেলবে এবারের ১০ দল। আর নির্দিষ্টভাবে অপর গ্রুপের নির্ধারিত একটি দলের বিপক্ষে ২টি ম্যাচ এবং বাকি ৪টি দলের বিপক্ষে ১টি করে ম্যাচ খেলবে সব দল।

0 Comments