Ad Code

তাসকিনের আইপিএল খেলার অনুমতি নিয়ে যা বললেন নাজমুল আবেদিন ফাহিম || Taskin_k_IPL_Niye_ki_Bollen_Fahim

তাসকিনের আইপিএল খেলার অনুমতি নিয়ে যা বললেন নাজমুল আবেদিন ফাহিম





ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রস্তাবটা এসেছিল হঠাৎ করেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন দল লখনউ সুপার জায়ান্টের পক্ষ থেকে তাসকিনকে নেওয়ার জন্য দলে মেন্টর ফোন দেয় ঢাকায় তাকে নেওয়ার আগ্রহ জানানো হয়। কিন্তু তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইপিএল খেলার অনুমতি।আর সেকারণেই আইপিএল বাদ দিয়ে দেশের হয়েই সিরিজ খেলবেন তাসকিন আহমেদ।



তাসকিন আহমেদ বর্তমানে এখন আছেন দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে। আর সেখানে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে ওয়ানডে সিরিজ খেলছেন তাসকিন আহমেদ। লখনউ চাচ্ছে ওয়ানডে সিরিজ শেষেই তাসকিনকে পেতে চায়।আর সেক্ষেত্রে বাংলাদেশের হয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে না ডানহাতি পেসারের।আর ঘরের মাটিতে মিস করতে হতো শ্রীলঙ্কা সিরিজও।



আর এ কারনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেয়েছে আইপিএল না খেলে নিজের দেশের হয়ে টেস্ট সিরিজেই খেলুক তাসকিন আহমেদ। তবে আজকে আবার বিসিবি সভাপতি সাংবাদিকদের জানিয়েছেন তাসকিন চাইলে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে আইপিএলে খেলতে পারবেন। আমাদের কোন সিরিজের মাঝ পথে তাসকিনকে ছাড়ার সুযোগ নেই। তবে এদিকে ঘরের মাটিতে পরবর্তীতে শ্রীলঙ্কা সিরিজ মিস হলেও সমস্যা নেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) সভাপতি বলেন, ‘তাসকিন আহমেদের খেলার ব্যাপারে কোনো আপত্তি নেই আমাদের । কিন্তু আমাদের কোনো সিরিজের মাঝপথে কাউকে অন্য কোথাও খেলানো দেওয়া যাবেনা। তাসকিনের সাথে যে কথা হয়েছে- এই সিরিজের পর সে যেতে পারে। এমনকি শ্রীলঙ্কা সিরিজেও ছাড় দিতে পারি তাসকিন আহমেদ কে। কিন্তু চলমান সিরিজের মধ্যে মাঝপথে ছাড়ার কোনো সুযোগ নেই আমাদের।’


এদিকে ক্রিকেট বিশ্লেষক ও দেশের প্রখ্যাত কোচ নাজমুল আবেদিন ফাহিম তাসকিনকে আইপিএলে খেলার অনুমতি দেওয়া উচিত ছিল বলে মনে করছেন তিনি। তিনি বলেন, তাসকিন আহমেদ আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। আর আমাদের বিদেশের মাটিতে দেশের খেলা চলছে। তাসকিন হয়তো দলের জন্য আরও ভালো কিছু করতে পারবে।

নাজমুল আবেদিন ফাহিম বলেন, আবার যদি তাসকিন আহমেদ আইপিএলে খেলতে যেতো তাহলে হয়তো তাসকিন অন্য তাসকিন হওয়ার সুযোগ পাবে।আমার মনে হয়, তাসকিন যদি আইপিএলে যায় তাহলে তাসকিন নিজেকে আরও শক্ত পরিণত করে ফিরতে পারতো।তিনি জাতীয় দলকে হয়তো আরও বেশি ভালো সার্ভিস দিতে পারতো।


আরও পড়ুনঃ অবশেষে তাসকিনকে শর্ত দিয়ে আইপিএল খেলার অনুমতি দিলেন বিসিবি।


সাকিব আল হাসানের উদাহরণ টেনে তিনি বলেন, তাসকিন আহমেদ এর ক্যারিয়ারের আরও লম্বা। তাসকিন যদি এখন থেকে ওই পরিবেশে যেতে পারতো তাহলে তাসকিন অনেক পরিবর্তন হতো। সাকিব আল হাসাব আইপিএল, কাউন্টি ক্রিকেট কোন জায়গা থেকে কোথায় নিয়ে গেছে সেটা আমরা সবাই হয়ত জানি।

আর তাসকিন আহমেদ এর ক্ষেত্রেও এমনটি হতে পারতো। ফাহিম আরও বলেন, তাসকিন আহমেদ যদি আইপিএলে যেতে পারতো তাহলে ভবিষ্যতের ক্রিকেটারদের জন্য অনেক ভালো হতো। তাসকিন আহমেদ যদি সেখানে আরও ভালো করতো তাহলে আমাদের দেশের পেসারদের সম্পর্কে তাদের ধারণা বদলে যেত।




এবার মেগা নিলামে ইংল্যান্ডের পেসার মার্ক উডকে ৭.৫ কোটি রুপি দিয়ে দলে নিয়েছিল লখনউ সুপার জায়েন্টস। তবে তিনি আইপিএল শুরুর আগেই ইনজুরিতে পড়ে যান।আইপিএল থেকেও ছিটকে গেছেন এই ইংলিশ ক্রিকেটার মার্ক উড। আর তার পরিবর্তেই বাংলাদেশের তাসকিনকে দলে নিতে চেয়েছিল লখনউ সুপার জায়েন্টস। আর তাসকিন আহমেদ কে না পেয়ে ইতোমধ্যেই জিম্বাবুয়ের ক্রিকেটার মুজারাবানিকে দলে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি। আর তাই তাসকিনের আইপিএলে সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।

Post a Comment

0 Comments

Close Menu