তাসকিনের আইপিএল খেলার অনুমতি নিয়ে যা বললেন নাজমুল আবেদিন ফাহিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) সভাপতি বলেন, ‘তাসকিন আহমেদের খেলার ব্যাপারে কোনো আপত্তি নেই আমাদের । কিন্তু আমাদের কোনো সিরিজের মাঝপথে কাউকে অন্য কোথাও খেলানো দেওয়া যাবেনা। তাসকিনের সাথে যে কথা হয়েছে- এই সিরিজের পর সে যেতে পারে। এমনকি শ্রীলঙ্কা সিরিজেও ছাড় দিতে পারি তাসকিন আহমেদ কে। কিন্তু চলমান সিরিজের মধ্যে মাঝপথে ছাড়ার কোনো সুযোগ নেই আমাদের।’
এদিকে ক্রিকেট বিশ্লেষক ও দেশের প্রখ্যাত কোচ নাজমুল আবেদিন ফাহিম তাসকিনকে আইপিএলে খেলার অনুমতি দেওয়া উচিত ছিল বলে মনে করছেন তিনি। তিনি বলেন, তাসকিন আহমেদ আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। আর আমাদের বিদেশের মাটিতে দেশের খেলা চলছে। তাসকিন হয়তো দলের জন্য আরও ভালো কিছু করতে পারবে।
নাজমুল আবেদিন ফাহিম বলেন, আবার যদি তাসকিন আহমেদ আইপিএলে খেলতে যেতো তাহলে হয়তো তাসকিন অন্য তাসকিন হওয়ার সুযোগ পাবে।আমার মনে হয়, তাসকিন যদি আইপিএলে যায় তাহলে তাসকিন নিজেকে আরও শক্ত পরিণত করে ফিরতে পারতো।তিনি জাতীয় দলকে হয়তো আরও বেশি ভালো সার্ভিস দিতে পারতো।
আরও পড়ুনঃ অবশেষে তাসকিনকে শর্ত দিয়ে আইপিএল খেলার অনুমতি দিলেন বিসিবি।
সাকিব আল হাসানের উদাহরণ টেনে তিনি বলেন, তাসকিন আহমেদ এর ক্যারিয়ারের আরও লম্বা। তাসকিন যদি এখন থেকে ওই পরিবেশে যেতে পারতো তাহলে তাসকিন অনেক পরিবর্তন হতো। সাকিব আল হাসাব আইপিএল, কাউন্টি ক্রিকেট কোন জায়গা থেকে কোথায় নিয়ে গেছে সেটা আমরা সবাই হয়ত জানি।
আর তাসকিন আহমেদ এর ক্ষেত্রেও এমনটি হতে পারতো। ফাহিম আরও বলেন, তাসকিন আহমেদ যদি আইপিএলে যেতে পারতো তাহলে ভবিষ্যতের ক্রিকেটারদের জন্য অনেক ভালো হতো। তাসকিন আহমেদ যদি সেখানে আরও ভালো করতো তাহলে আমাদের দেশের পেসারদের সম্পর্কে তাদের ধারণা বদলে যেত।

0 Comments